কীভাবে কাটবে দেশের অর্থিক মন্দা? জবাব প্রাক্তন আরবিআই কর্তা

নয়াদিল্লি: বিরুদ্ধ স্বরকে চুপ করিয়ে রাখলে হবে না৷ তাকে যথাযথ গুরুত্ব দিতে হবে শুনতে হবে৷ সমালোচনা হলেই দেশের অর্থনীতির মঙ্গল হবে৷ এমনই পরামর্শ দিলেন প্রখ্যাত অর্থনীতিবিদ ও রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন৷ সমালোচনা শুনলে ভুল শুধরে দেশের অর্থনীতি সামাল দেওয়া সম্ভব বলেও জানিয়েছিলেন তিনি৷ ভারতীয় অর্থনীতি ঠিক কীভাবে এই সমস্যা থেকে বেরিয়ে

কীভাবে কাটবে দেশের অর্থিক মন্দা? জবাব প্রাক্তন আরবিআই কর্তা

নয়াদিল্লি: বিরুদ্ধ স্বরকে চুপ করিয়ে রাখলে হবে না৷ তাকে যথাযথ গুরুত্ব দিতে হবে শুনতে হবে৷ সমালোচনা হলেই দেশের অর্থনীতির মঙ্গল হবে৷ এমনই পরামর্শ দিলেন প্রখ্যাত অর্থনীতিবিদ ও রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন৷ সমালোচনা শুনলে ভুল শুধরে দেশের অর্থনীতি সামাল দেওয়া সম্ভব বলেও জানিয়েছিলেন তিনি৷

ভারতীয় অর্থনীতি ঠিক কীভাবে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারে তা বলতে গিয়ে প্রাক্তন আর বি আই গভর্নর বলেন, ‘‘ভারতীয় অর্থনীতির এই মুহূর্তে সব থেকে বড় সমস্যা হল তীব্র বেকারত্ব৷ এই সমস্যা আগে বদল করা দরকার৷ কেন বিরুদ্ধে সমালোচনাকে চুপ করিয়ে রাখা হচ্ছে৷ এটা হলে চলবে না৷ সব সিদ্ধান্তই প্রধানমন্ত্রীর দপ্তর থেকে হয়৷ তাহলে এই সমস্যা মিটবে না৷ এভাবে চললে ভুল শুধরে নেওয়ার সুযোগ অনেক কম৷ আমি শুধু প্রশংসা শুনব, এটা কোন মতেই ঠিক সিদ্ধান্ত হতে পারে না৷ প্রশংসা শুনতে সবার ভালো লাগে৷ কিন্তু তার পাশাপাশি সমালোচনা শুনতে হবে৷’’ তাঁর আরও মন্তব্য, ‘‘সমালোচনা শুনতে না চাইলে ভুল শোধরানো যায় না৷ সামনে এগোনোর জন্য এই অভ্যাস থাকা অত্যন্ত জরুরি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *