শিল্পে ‘ফাস্ট বয়’ গুজরাটের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বাংলা, রিপোর্ট কেন্দ্রের

নয়াদিল্লি: বাংলায় আসছে না কোন নতুন শিল্প৷ জমি জটে বারংবার থমকে যাচ্ছে রাজ্যের উদ্যোগ৷ জমির অধিগ্রহণে রাজ্যের দুর্বলতাকে কাটগড়ায় তুলে বিরোধীরা লাগাতার অভিযোগ তুলে আসছে৷ কিন্তু বিরোধীদের সেই অভিযোগ কার্যত জল ঢেলে দিল কেন্দ্রীয় সরকারের নয়া রিপোর্ট৷ সেখানেই সাফ জানিয়ে দেওয়া হয়েছে, শিল্পের পথ সরলীকরণ করতে পশ্চিমবঙ্গ সরকার যে উদ্যোগ দেখিয়েছে তা এখনও পর্যন্ত দেশের

3 stocks recomended

শিল্পে ‘ফাস্ট বয়’ গুজরাটের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বাংলা, রিপোর্ট কেন্দ্রের

নয়াদিল্লি: বাংলায় আসছে না কোন নতুন শিল্প৷ জমি জটে বারংবার থমকে যাচ্ছে রাজ্যের উদ্যোগ৷ জমির অধিগ্রহণে রাজ্যের দুর্বলতাকে কাটগড়ায় তুলে বিরোধীরা লাগাতার অভিযোগ তুলে আসছে৷ কিন্তু বিরোধীদের সেই অভিযোগ কার্যত জল ঢেলে দিল কেন্দ্রীয় সরকারের নয়া রিপোর্ট৷

সেখানেই সাফ জানিয়ে দেওয়া হয়েছে, শিল্পের পথ সরলীকরণ করতে পশ্চিমবঙ্গ সরকার যে উদ্যোগ দেখিয়েছে তা এখনও পর্যন্ত দেশের নিরিখে দ্বিতীয় স্থানে৷ শীর্ষে রয়েছে নরেন্দ্র মোদির দুর্গ বলে পরিচিত গুজরাট৷ তৃতীয় স্থানে যুগ্মভাবে হরিয়ানা ও রাজস্থানকে চিহ্নিত করা হয়েছে৷

কেন্দ্রের দেওয়া রিপোর্ট বলছে, গত বছর এই তালিকায় পশ্চিমবঙ্গ ছিল দশম স্থানে৷ এক বছরের মধ্যেই একলাফে ৯ ধাপ এগিয়ে পশ্চিমবঙ্গ এখন গুজরাটের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে৷

ইতিমধ্যেই দেশের শিল্প ব্যবস্থা সরলীকরণের বিষয়ে মোদি সরকার সমস্ত রাজ্যকে আর্জি পাঠিয়েছিল৷ যাতে শিল্প গড়তে কোনও সমস্যা দেখা না দেয়৷ কেননা ২০১৫ সালে বিশ্ব ব্যাংকের তালিকায় ভারতের স্থান ছিল ১৪২ নম্বর৷ পরবর্তী তিন বছরে ধাপে ধাপে তা নেমে দাঁড়িয়েছে ৭৭ তম স্থানে৷ এর পেছনে রাজ্য সরকারগুলির ভূমিকা রয়েছে বলেই মনে করছে কেন্দ্র৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + twelve =