আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ সুযোগ, বড় ঘোষণা কেন্দ্রের

নয়াদিল্লি: আরও এক দফায় আয়কর রিটার্ন জমা দেওয়ার মেয়াদ বাড়াল কেন্দ্র৷ আরও ১ মাস রিটার্ন জমা দেওয়ার মেয়াদ বাড়ানোর ঘোষণা আয়কর দপ্তরের৷ আগামী ৩১ অগাস্ট পর্যন্ত আয়কর রিটার্ন দাখিল করা যাবে৷ চলতি মাসের ৩১ তারিখ ছিল রিটার্ন জমা দেওয়ার শেষ দিন৷ এবার আয়কর বিভাগের তরফে কিছু নির্দিষ্ট শ্রেণির আয়করদাতাদের জন্য আইটিআর ফর্ম চালু করেছে৷ আয়কর

3 stocks recomended

আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ সুযোগ, বড় ঘোষণা কেন্দ্রের

নয়াদিল্লি: আরও এক দফায় আয়কর রিটার্ন জমা দেওয়ার মেয়াদ বাড়াল কেন্দ্র৷ আরও ১ মাস রিটার্ন জমা দেওয়ার মেয়াদ বাড়ানোর ঘোষণা আয়কর দপ্তরের৷ আগামী ৩১ অগাস্ট পর্যন্ত আয়কর রিটার্ন দাখিল করা যাবে৷  চলতি মাসের ৩১ তারিখ ছিল রিটার্ন জমা দেওয়ার শেষ দিন৷

এবার আয়কর বিভাগের তরফে কিছু নির্দিষ্ট শ্রেণির আয়করদাতাদের জন্য আইটিআর ফর্ম চালু করেছে৷ আয়কর বিভাগের আইটিআর-১, আইটিআর-২, আইটিআর-৩ ও আইটিআর-৪ ফর্মগুলি এক্সএমএল ফাইল হিসাবে ডাউনলোড করা যাবে৷ এই প্রাক-ভর্তি ফর্মগুলিতে চলতি আর্থিক বছরে করদাতাদের দ্বারা প্রদত্ত আয় ও করের বিশদ বিবরণ দেওয়া থাকবে৷

কাদের এই আয়কর রিটার্ন ফাইল করতে হবে? যে ব্যক্তিদের বার্ষিক আয় ২.৫ লক্ষ বা তার বেশি টাকা, আয়কর দপ্তরের ওয়েবসাইট অনুযায়ী তাঁদেরই আয়কর ফেরত দেওয়ার প্রয়োজন পড়ে৷ ওদিকে প্রবীণ নাগরিকদের জন্যে এই আয়কর সীমা বেড়ে ৩ লক্ষে দাঁড়ায়৷ প্রবীণ নাগরিকদের জন্যে এই আয়কর প্রদানের সীমা আরও বেড়ে হয় বার্ষিক ৫ লক্ষ টাকা৷ আয়কর বিভাগের নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে আয়কর জমা না দিলে সেই ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হবে এবং তাঁর কড়া শাস্তিও প্রাপ্য৷

দেখে নিন আপনি আয়কর বিভাগের ই-ফাইলিং পোর্টাল incometaxindiaefiling.gov.in-এর মাধ্যমে কিভাবে অনলাইনে আয়কর জমা দেওয়ার জন্যে ফাইল করতে পারেন:

প্রথম ধাপ: যাঁরা আয়কর রিটার্ন দাখিল করতে চান তাঁদের প্যান ব্যবহার করে আয়কর বিভাগের ই-ফাইলিং পোর্টাল incometaxindiaefiling.gov.in-এর সাথে রেজিস্টার করাতে হবে৷

দ্বিতীয় ধাপ: এবার তাঁদের আয়কর ও জমা সহ সুদ বিষয়ে বিস্তারিত তথ্য সাবমিট বা জমা করতে হবে৷

তৃতীয় ধাপ:  আয়কর রিটার্ন জমা দেওয়ার পর ওই ব্যক্তিদের তাঁদের আয় যাচাই করে দেখতে হবে৷ সেটা ইলেক্ট্রনিক ভেরিফিকেশন কোড (ইভিসি) বা আধার ওটিপি বা ডিজিটাল স্বাক্ষর সার্টিফিকেট ব্যবহার করে করা যেতে পারে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − three =