দেশের অর্থনীতিকে বাঁচাবে মনমোহন মডেল, অর্থমন্ত্রীকে পরামর্শ স্বামীর

নয়াদিল্লি: দেশের আর্থিক মন্দা কাটাতে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে মনমোহনের মডেল অনুসরণ করার পরামর্শ দিলেন তাঁর স্বামী পারাকলা প্রভাকর৷ তবে স্বামীকেও যোগ্য জবাব দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা৷ জানিয়েছেন, ২০১৭ সাল থেকে কেন্দ্র সরকার গুরুত্বপূর্ণ সংস্কার করে চলেছে৷ যার মধ্যে জিএসটি ও আধার যোগ৷ ফলে মনমোহন সরকারের মডেল অনুসরণ করার কোন প্রয়োজন নেই৷ মনমোহন মডেলের জেরে আজ দেশের

3 stocks recomended

দেশের অর্থনীতিকে বাঁচাবে মনমোহন মডেল, অর্থমন্ত্রীকে পরামর্শ স্বামীর

নয়াদিল্লি: দেশের আর্থিক মন্দা কাটাতে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে মনমোহনের মডেল অনুসরণ করার পরামর্শ দিলেন তাঁর স্বামী পারাকলা প্রভাকর৷ তবে স্বামীকেও যোগ্য জবাব দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা৷ জানিয়েছেন, ২০১৭ সাল থেকে কেন্দ্র সরকার গুরুত্বপূর্ণ সংস্কার করে চলেছে৷ যার মধ্যে জিএসটি ও আধার যোগ৷ ফলে মনমোহন সরকারের মডেল অনুসরণ করার কোন প্রয়োজন নেই৷ মনমোহন মডেলের জেরে আজ দেশের ব্যাংকগুলি ধুঁকছে৷

সোমবার সর্বভারতীয় একটি দৈনিকে কলম ধরেন অর্থমন্ত্রীর স্বামী প্রভাকর৷ সেখানে অর্থমন্ত্রীর স্বামী লিখেছেন, বর্তমান আর্থিক অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য মোদি সরকারের উচিত পিভি নরসিমা রাও ও নির্মলা সীতারামন সরকারের আর্থিক নীতিকে অনুসরণ করে চলা৷ তা না হলে খুব শীঘ্রই বড় বিপদের মুখে পড়তে পারে ভারত সরকার৷ লেখায় অর্থমন্ত্রী স্বামীর প্রশ্ন, দেশের অর্থনীতির হাল নিচের দিকে নামলেও সরকার কেন এই বিষয়ে স্বীকার করে নিচ্ছে না? তা তাঁর জানার খুব ইচ্ছা রয়েছে৷ একই সঙ্গে তিনি বলেছেন, বিজেপি যদি সর্দার বল্লভভাই প্যাটেলকে আইকন করতে পারে, তাহলে কেন অর্থনীতির ক্ষেত্রে মনমোহন সিং সরকারের আমলের পদ্ধতি অবলম্বন করবে না? অর্থমন্ত্রীর উচিত মনমোহন মডেলকে মেনে চলা৷

স্বামীর মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন নির্মালা৷ জানিয়েছেন, ২০১৪ সাল থেকে ভারত সরকার যেভাবে অর্থনীতির বিকাশকে এগিয়ে নিয়ে চলেছে, তাতে পুরনো মতামত গ্রহণ করার কোন প্রয়োজন নেই৷ স্বামী পরামর্শ দিলেও তিনি তাঁর বিরোধিতা করবেন বলেও জানিয়েছেন৷ জানান, মনমোহন মডেলের জেরে আজ দেশের ব্যাংকগুলি ধুঁকছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × two =