আরও মহার্ঘ সোনা, দাম চড়ছে ৫০ হাজারের গণ্ডি!

নয়াদিল্লি: আরও মহার্ঘ সোনার দাম৷ এবার ৩৯ হাজার টাকার গণ্ডি পেরল সোনার দাম৷ সোমবার ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ৩৯ হাজার ১৬৯টাকা৷ সোনার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে দাম বেড়েছে রুপো৷ সোমবার বাজারে রুপোর দাম চড়েছে ৪৫ হাজার ৫৮ টাকা৷ গত সপ্তাহের শেষের দিকে প্রায় দুই শতাংশ দাম কমে কিছুটা রেহাই দিয়েছিল সোনার দাম৷ কিন্তু সোমবার

আরও মহার্ঘ সোনা, দাম চড়ছে ৫০ হাজারের গণ্ডি!

নয়াদিল্লি: আরও মহার্ঘ সোনার দাম৷ এবার ৩৯ হাজার টাকার গণ্ডি পেরল সোনার দাম৷ সোমবার ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ৩৯ হাজার ১৬৯টাকা৷ সোনার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে দাম বেড়েছে রুপো৷ সোমবার বাজারে রুপোর দাম চড়েছে ৪৫ হাজার ৫৮ টাকা৷

আরও মহার্ঘ সোনা, দাম চড়ছে ৫০ হাজারের গণ্ডি!গত সপ্তাহের শেষের দিকে প্রায় দুই শতাংশ দাম কমে কিছুটা রেহাই দিয়েছিল সোনার দাম৷ কিন্তু সোমবার বাজার শুরু হতে না হতেই চড়-চড়িয়ে বাড়তে থাকে সোনার দাম৷ আর তার জেরেই মূল্যবান ধাতুর দাম এক ধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছে৷ আমেরিকা ও চিনের মধ্যে বাণিজ্যিক সংঘাতের জেরেই এই দাম বৃদ্ধি বলে জানিয়েছেন বাজার বিশেষজ্ঞরা৷

সামনেই বিয়ের মরসুম৷ ফলে গয়না কিনতে অধিকাংশ মধ্যবিত্তের প্রাণ এখন ওষ্ঠাগত অবস্থা৷ দাম চড়া হওয়ায় বিপাকে পড়েছেন ব্যবসায়ীরাও৷ ক্রেতা কমেছে৷ একেবারে প্রয়োজন ছাড়া সেন সোনা বিক্রি কমেছে গিয়েছে৷ অর্থনৈতিক বিশেষজ্ঞদের আশঙ্কা, চলতি বছর ধনতেরসের আগেই সোনার দাম ছাড়িয়ে যেতে পারে ৫০ হাজারেও বেশি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *