বড়সড় ক্ষতির মুখে মুকেশ আম্বানি, কমছে বাজার দর

নয়াদিল্লি: শেয়ার বাজার পড়তেই মাথায় হাত এবার দেশের পাঁচ ধনকুবের শিল্পপতির৷ তালাকায় মুকেশ আম্বানি সহ পাঁচ ধনকুবের সংস্থা৷ শেয়ার দর নামছে মুকেশ-সহ শিব নাদার থেকে পালোনজি মিস্ত্রি৷ আজিম প্রেমজি থেকে উদয় কোটাকদের সংস্থার৷ শুধুমাত্র সোমবারে ৪০৮ কোটি মার্কিন ডলার আর্থিক ক্ষতির মুখে পড়েছেন এই ৫ সংস্থা৷ দেশীয় শেয়ার বাজারে সেনসেক্সের অস্থিরতার জেরে বড়সড় ক্ষতির মুখে

3 stocks recomended

বড়সড় ক্ষতির মুখে মুকেশ আম্বানি, কমছে বাজার দর

নয়াদিল্লি: শেয়ার বাজার পড়তেই মাথায় হাত এবার দেশের পাঁচ ধনকুবের শিল্পপতির৷ তালাকায় মুকেশ আম্বানি সহ পাঁচ ধনকুবের সংস্থা৷ শেয়ার দর নামছে মুকেশ-সহ শিব নাদার থেকে পালোনজি মিস্ত্রি৷ আজিম প্রেমজি থেকে উদয় কোটাকদের সংস্থার৷ শুধুমাত্র সোমবারে ৪০৮ কোটি মার্কিন ডলার আর্থিক ক্ষতির মুখে পড়েছেন এই ৫ সংস্থা৷

দেশীয় শেয়ার বাজারে সেনসেক্সের অস্থিরতার জেরে বড়সড় ক্ষতির মুখে আম্বানি-মিস্ত্রিদের বাজার দর৷  কিন্তু, হঠাৎ কেন পতন? আর্থিক বিশেষজ্ঞরা বলছেন, সম্প্রতি চিনা পণ্যের উপর ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রশাসন৷ আর তার জেরেই আন্তর্জাতিক শেয়ার বাজারে ধস নেমেছে৷ তার প্রভাব পড়েছে ভারতেও৷ অন্যদিকে, কাশ্মীর নিয়ে কেন্দ্রের কড়া পদক্ষেপ শেয়ার সূচক উল্লেখযোগ্যভাবে পড়ে গিয়েছে৷ বাজার নিয়ন্ত্রণকারী প্রথম সারির বহু সংস্থার শেয়ার দর কমে যাওয়ার কারণে ঘটছে বিপত্তি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − eleven =