কলকাতার ট্যাঁকশালেই তৈরি হচ্ছে দেশের নতুন মুদ্রা

কলকাতা: বাজারে প্রথম কুড়ি টাকার মুদ্রা আনার কথা আগেই ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বাজেটে সেই একই ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন৷ দেখানো হয়েছিল কুড়ি টাকা, এক টাকা থেকে ১০ টাকার নতুন ছবি৷ সূত্রের খবর, দেশের ট্যাঁকশালে নতুন নকশা নকশার মুদ্রাগুলি তৈরি শুরু হচ্ছে চলতি মাস থেকেই৷ রিজার্ভ ব্যাংকের তরফে জানানো হয়েছে, আগামী দিনে নতুন

কলকাতার ট্যাঁকশালেই তৈরি হচ্ছে দেশের নতুন মুদ্রা

কলকাতা: বাজারে প্রথম কুড়ি টাকার মুদ্রা আনার কথা আগেই ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বাজেটে সেই একই ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন৷ দেখানো হয়েছিল কুড়ি টাকা, এক টাকা থেকে ১০  টাকার নতুন ছবি৷

সূত্রের খবর, দেশের ট্যাঁকশালে নতুন নকশা নকশার মুদ্রাগুলি তৈরি শুরু হচ্ছে চলতি মাস থেকেই৷ রিজার্ভ ব্যাংকের তরফে জানানো হয়েছে, আগামী দিনে নতুন মুদ্রার পাশাপাশি বাজারে চালু থাকা পুরনো এক থেকে দশ টাকার সমস্ত কয়েন সচল থাকবে৷ নতুন মুদ্রাগুলির ওজন ও আকারে পুরনো কয়েনের তুলনায় আলাদা৷ চলতি অর্থবর্ষে দেশের চারটি ট্যাঁকশালে ৩৪০ কোটি সব ধরনের মুদ্রা তৈরি হবে৷ আরবিআইএর সঙ্গে কথা বলে অর্থ মন্ত্রকের সিকিউরিটি প্রিন্টিং এন্ড প্রিন্টিং করপোরেশন কলকাতার আলিপুর, মুম্বাই, হায়দ্রাবাদ ও নয়ডার জন্য উৎপাদনের লক্ষ্যমাত্রা ঠিক করে দিয়েছে৷

আলিপুর ট্যাঁকশাল নতুন এক থেকে দশ টাকার কয়েন মিলিয়ে ৬ কোটি কুড়ি লক্ষ কোটি টাকার মুদ্রা তৈরির দায়িত্ব পেয়েছে৷ সবচেয়ে বেশি মুদ্রা বানানো হবে নয়ডা। দেশের ট্যাঁকশালে মোট ৩০ কোটির ২০ টাকা, ১২০ কোটি ১০ টাকা ও ১০০ কোটি ৫ টাকার মুদ্র তৈরি করা হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *