১৩ লক্ষ ভারতীয়র ডেবিট কার্ডের তথ্য ফাঁস, ৯২০ কোটিতে বিক্রি

নয়াদিল্লি: আপনি কি ডেবিট কিংবা ক্রেডিট কার্ড ব্যবহার করেন? তাহলে সতর্ক থাকুন৷ কেননা আপনার মতো বহু গ্রাহকের কার্ডের তথ্য ইন্টারনেটের অন্ধকার দুনিয়ায় থেকে হাতিয়ে মোটা টাকায় বিক্রি করে দিয়েছে হ্যাকাররা৷ চাঞ্চল্যকর একটি রিপোর্ট প্রকাশ করেছে ZDNet নামের একটি সংস্থা৷ সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানানো হয়েছে, সারাদেশে প্রায় ১.৩ মিলিয়ন ভারতীয়র ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের

১৩ লক্ষ ভারতীয়র ডেবিট কার্ডের তথ্য ফাঁস, ৯২০ কোটিতে বিক্রি

নয়াদিল্লি: আপনি কি ডেবিট কিংবা ক্রেডিট কার্ড ব্যবহার করেন? তাহলে সতর্ক থাকুন৷ কেননা আপনার মতো বহু গ্রাহকের কার্ডের তথ্য ইন্টারনেটের অন্ধকার দুনিয়ায় থেকে হাতিয়ে মোটা টাকায় বিক্রি করে দিয়েছে হ্যাকাররা৷ চাঞ্চল্যকর একটি রিপোর্ট প্রকাশ করেছে ZDNet নামের একটি সংস্থা৷

সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানানো হয়েছে, সারাদেশে প্রায় ১.৩ মিলিয়ন ভারতীয়র ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের তথ্য ইন্টারনেটের অন্ধকার দুনিয়া থেকে সংগ্রহ করে তা বিক্রি করে দেওয়া হয়েছে ৯২০ কোটি টাকায়৷ আর তাতেই সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছে পর্যবেক্ষক মহলের একাংশ৷

১৩ লক্ষ ভারতীয়র ডেবিট কার্ডের তথ্য ফাঁস, ৯২০ কোটিতে বিক্রি

ইন্টারনেটের অন্ধকার দুনিয়াকে ‘ডার্ক ওয়েব’ নামে উল্লেখ করা হয়৷ এখানে তাবড় তাবড় হ্যাকাররা ইন্টারনেটের অন্ধকার দুনিয়ায় কাজ করে থাকেন৷ যার কোন তথ্য খুঁজে পাওয়া দুষ্কর৷ কোথা থেকে কীভাবে প্রতারণা বা দুষ্কর্ম করা হবে, তার হদিস পাওয়া কার্যত অসম্ভব৷ তথ্য প্রযুক্তির উন্নতি ঘটলেও এই ‘ডার্ক ওয়েবে’ পা রাখতে পারেনি কোনও দেশ বা প্রতিষ্ঠান৷ কিন্তু কতিপয় হ্যাকাররা চূড়ান্ত দক্ষতার সঙ্গে ‘ডার্ক ওয়েবে’ থেকে দুষ্কর্ম চালিয়ে যাচ্ছেন৷

সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর বলছে, কার্ডগুলির বিবরণ অন্ধকার ওয়েবের থেকে সংগ্রহ করে বিক্রি করা হয়েছে৷ এখনও পর্যন্ত ১.৩ মিলিয়ন ভারতীয়র তথ্য হ্যাকাররা সংগ্রহ করে খোলা বাজারে বিক্রি করে দিয়েছে৷ ডেবিট ও ক্রেডিট কার্ডগুলি সুরক্ষা ভেঙে তথ্য হাতানো হয়েছে৷ কার্ড পিছু ১০০ ডলারে তা বিক্রি হচ্ছে বলে খবর৷ প্রাথমিক তথ্য বিশ্লেষণে দেখা যাচ্ছে, ওই তথ্য হাতিয়ে অ্যাকাউন্ট থেকে খুব সহজে টাকা গায়েব করে দেওয়া সম্ভব৷ তবে, আগাম এই খবর প্রকাশ হতেই ব্যাঙ্কগুলিও তাদের প্রযুক্ত ও সুরক্ষা কয়েক গুন বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে৷ যাতে প্রতারণার হাত থেকে রক্ষা পাওয়া যায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *