বিষাক্ত বাতাস, ৩০০ কোটির মুনাফার লক্ষ্যমাত্রা বহুজাতিক সংস্থার

নয়াদিল্লি: দূষণের গ্রাসে রাজধানী দিল্লি৷ দূষণের মাত্রা এতটাই যে ইতিমধ্যেই তাজমহলের মার্বেলের জৌলুস বাঁচাতে রাজ্যের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তরফে এই স্থাপত্যের সামনে বসানো হয়েছে এয়ার পিউরিফায়ার৷ এবার দূষণে জেরবার দিল্লিবাসীও মরিয়া হয়ে উঠেছেন এয়ার পিউরিফায়ার কিনতে৷ দীপাবলি শেষ হতেই নিত্যপ্রয়োজনীয় জিনিসের মত এই যন্ত্রটি কেনারও হিড়িক পড়ে গেছে৷ দিওয়ালি পেরোতেই একলাফে এয়ার পিউরিফায়ারের চাহিদা ৩০

বিষাক্ত বাতাস, ৩০০ কোটির মুনাফার লক্ষ্যমাত্রা বহুজাতিক সংস্থার

নয়াদিল্লি: দূষণের গ্রাসে রাজধানী দিল্লি৷ দূষণের মাত্রা এতটাই যে ইতিমধ্যেই তাজমহলের মার্বেলের জৌলুস বাঁচাতে রাজ্যের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তরফে এই স্থাপত্যের সামনে বসানো হয়েছে এয়ার পিউরিফায়ার৷ এবার দূষণে জেরবার দিল্লিবাসীও মরিয়া হয়ে উঠেছেন এয়ার পিউরিফায়ার কিনতে৷

দীপাবলি শেষ হতেই নিত্যপ্রয়োজনীয় জিনিসের মত এই যন্ত্রটি কেনারও হিড়িক পড়ে গেছে৷ দিওয়ালি পেরোতেই একলাফে এয়ার পিউরিফায়ারের চাহিদা ৩০ শতাংশ থেকে বেড়ে ১০০ শতাংশে পৌঁছে গিয়েছে৷ শুধুমাত্র দিল্লিতেই ১০০ কোটি টাকার এয়ার পিউরিফায়ার বিক্রি হয়েছে৷ ২০২৩ সালের মধ্যে সেই বিক্রির পরিমাণ এক লাফে ২৭৫ কোটি টাকায় পৌঁছে যাবে বলে মনে করা হচ্ছে৷ অন্যদিকে পলিউশন মাস্কের চাহিদা এতটাই বেড়েছে যে দেশের বাইরে থেকেও আমদানি করতে হচ্ছে৷ আর তাতেই পাঁচ বছরে প্রায় ৩০০ কোটি টাকা মুনাফার লক্ষ্য তৈরি করেছে একাধিক বহুজাতিক সংস্থা৷

বিষাক্ত বাতাস, ৩০০ কোটির মুনাফার লক্ষ্যমাত্রা বহুজাতিক সংস্থার

যদিও বিক্রয়কারী সংস্থাগুলি জনস্বাস্থ্যের জরুরি অবস্থার জন্য বৃহত্তর চাহিদা পূরণের পাশাপাশি প্রক্রিয়াটি সহজ করার জন্যও ব্যবস্থা নিচ্ছে৷ বায়ু দূষণ রোধে সামগ্রিক ব্যবস্থার অভাবে হতাশ নাগরিকদের বায়ু পরিশোধনকারী মেশিন এবং পলিউশন মাস্কের মতো কৃত্রিম ব্যবস্থার উপর সম্পূর্ণ নির্ভরশীল হওয়ার ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কেও উদ্বেগ প্রকাশ করেছে৷

বিষাক্ত বাতাস, ৩০০ কোটির মুনাফার লক্ষ্যমাত্রা বহুজাতিক সংস্থার

ব্লু স্টার এবং নির্বান মাস্কের মতো অন্যান্য সংস্থাগুলির পরিচালকেরা ক্রমবর্ধমান সমস্যার প্রাকৃতিক সমাধানের ব্যর্থতা সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছে৷ দিল্লিতে বায়ুদূষণ প্রতিরোধে এয়ার পিউরিফায়ার টাওয়ার বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছিল বহুদিন আগেই৷ পরিকল্পনা বাস্তবায়িত হলে যা হতে পারে বিশ্বের সব থেকে উঁচু এয়ারপিউরিফায়ার টাওয়ার৷

এদিকে বিষাক্ত বাতাস থেকে শহরবাসীকে বাঁচাতে সব রকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ দিল্লিবাসীর জন্য বিনামূল্য মাস্ক বিতরণ করছেন তিনি৷ এছাড়া জোড়-বিজোড় নম্বরের গাড়ির উপর নিয়ন্ত্রণ আরোপ করে শহরে দূষণ কমানোর সবরকম চেষ্টাও চালাচ্ছেন৷ ইতিমধ্যেই দিল্লিতে জারি হয়েছে স্বাস্থ্য জরুরি অবস্থা৷ ৫ নভেম্বর পর্যন্ত স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে শহরে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *