আজ মধ্যরাত থেকেই বাড়ছে রেলের ই-টিকিটের দাম

নয়াদিল্লি: আজ মধ্যরাত থেকে বাড়ছে রেলের টিকিটের দাম৷ ই-টিকিটের দাম বৃদ্ধি ঘোষণা আগেই করেছিল IRCTC৷ এবার সেই বিজ্ঞপ্তি অনুয়ায়ী রবিবার থেকে আরও দামী হচ্ছে রেল ই-টিকিট৷ তিন বছর পর ফিরছে পুরানো পরিষেবা কর৷ সঙ্গে জুড়ছে জিএসটি৷ ফলে, আজ মধ্যরাত থেকেই ই-টিকিটের দাম বেশ খানিকটা বাড়তে চলেছে৷ জানা গিয়েছে, নোট বাতিলের পর অনলাইন লেনদেনে উৎসাহ দিতে

3 stocks recomended

আজ মধ্যরাত থেকেই বাড়ছে রেলের ই-টিকিটের দাম

নয়াদিল্লি: আজ মধ্যরাত থেকে বাড়ছে রেলের টিকিটের দাম৷ ই-টিকিটের দাম বৃদ্ধি ঘোষণা আগেই করেছিল IRCTC৷ এবার সেই বিজ্ঞপ্তি অনুয়ায়ী রবিবার থেকে আরও দামী হচ্ছে রেল ই-টিকিট৷ তিন বছর পর ফিরছে পুরানো পরিষেবা কর৷ সঙ্গে জুড়ছে জিএসটি৷ ফলে, আজ মধ্যরাত থেকেই ই-টিকিটের দাম বেশ খানিকটা বাড়তে চলেছে৷

জানা গিয়েছে, নোট বাতিলের পর অনলাইন লেনদেনে উৎসাহ দিতে ই-টিকিটে পরিষেবা কর তুলে দেওয়া হয়৷ কিন্তু, পরিষবে কর তুলে দেওয়ায় ৮৮ কোটি টাকা ক্ষতির মুখে পড়ে রেল৷ এবার সেই ক্ষতি পূরণ করতে অনলাইনে রেলের টিকিট বুকিংয়ের উপর চাপানো হচ্ছে পরিষেবা কর৷ সঙ্গে জুড়বে জিএসটি৷ আর তাতেই রবিবার থেকে বেশ খানিকটা বাড়তে চলেছে রেলের টিকিটের দাম৷ নয়া ব্যবস্থা কার্যকর হওয়ায় ঠিক কতটা বাড়বে টিকিটের দাম?

জানা গিয়েছে, রবিবার থেকে অনলাইন টিকিটের উপর সার্ভিস চার্জ যুক্ত হওয়ায় স্লিপার ক্লাসের ই-টিকিটে অতিরিক্ত ১৫ টাকা ও শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসে ৩০ টাকা গুনতে হবে যাত্রীদের৷ সঙ্গে থাকছে জিএসটির বোঝা৷ যদিও আগে এই রেল মন্ত্রকের তরফে স্লিপার ক্লাসের ই-টিকিটে অতিরিক্ত ৩০ টাকা ও শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসে ৪০ বাড়তি বোঝা চাপানোর প্রস্তাব দেওয়া হয়৷ কিন্তু, সাধারণ টিকিটে এক ধাক্কায় ৩০ থেকে ৪০ টাকা বৃদ্ধির প্রস্তাবে বিতর্ক দেখা দেওয়ায় তা কিছুটা কমিয়ে ১৫ থেকে ৩০ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − 1 =