ফের বাড়ল রেলের টিকিটের দাম, জারি নয়া বিজ্ঞপ্তি

নয়াদিল্লি: আশঙ্কার কথা আগেই আজ বিকেল ডট কমে প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল৷ এবার বিজ্ঞপ্তি দিয়ে রেলের টিকিটের দাম বৃদ্ধি ঘোষণা IRCTC-র৷ নয়া বিজ্ঞপ্তির জেরে আরও দামী হচ্ছে রেল টিকিট৷ তিন বছর পর অবশেষে ফিরছে পুরানো পরিষেবা কর৷ জিএসটি চালু হওয়ার পর পরিষেবা কর উঠে গেলেও অনলাইনে রেলের টিকিট বুকিংয়ের উপর চাপানো হচ্ছে পরিষেবা কর৷ আর

ফের বাড়ল রেলের টিকিটের দাম, জারি নয়া বিজ্ঞপ্তি

নয়াদিল্লি: আশঙ্কার কথা আগেই আজ বিকেল ডট কমে প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল৷ এবার বিজ্ঞপ্তি দিয়ে রেলের টিকিটের দাম বৃদ্ধি ঘোষণা IRCTC-র৷ নয়া বিজ্ঞপ্তির জেরে আরও দামী হচ্ছে রেল টিকিট৷ তিন বছর পর অবশেষে  ফিরছে পুরানো পরিষেবা কর৷ জিএসটি চালু হওয়ার পর পরিষেবা কর উঠে গেলেও অনলাইনে রেলের টিকিট বুকিংয়ের উপর চাপানো হচ্ছে পরিষেবা কর৷ আর তাতেই বেশ খানিকটা বাড়তে চলেছে রেলের টিকিটের দাম৷ নয়া ব্যবস্থা কার্যকর হওয়ায় ঠিক কতটা বাড়বে টিকিটের দাম?

জানা গিয়েছে, অনলাইন টিকিটের উপর সার্ভিস চার্জ তুলে নেওয়ায় ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৮৮ কোটি টাকা৷ দিনে দিনে খরচ বাড়তে থাকায় অনলাইন বুকিংয়ে ফের পরিষেবা কর ফিরিয়ে আনতে অর্থমন্ত্রকের তরফে রেলকে চিঠি পাঠানো হয়৷ বিষয়টি নিয়ে অর্থমন্ত্রকের সঙ্গে দ্রুত রেলের কর্তারা বৈঠক করেন৷ চিঠি পাঠিয়ে অনলাইনে টিকিটের উপর বেশ কিছু চার্জ বসানোর উপর প্রস্তাব দেওয়া হয়৷ পরে সিদ্ধান্ত নেওয়া হয়, তিন বছর আগে তুলে নেওয়া সার্ভিস চার্জ লাগু করা হবে৷

শুক্রবার বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, IRCTC-র মাধ্যমে অনলাইনে ট্রেনের টিকিট কাটলে পরিষেবা বাবদ বাড়তি ২০ টাকা গুনতে হবে যাত্রীদের৷ স্লিপার ক্লাসের টিকিটে অতিরিক্ত ২০ টাকা ও শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসে ৪০ টাকা গুনতে হবে যাত্রীদের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *