ফের সুদের হার কমাল SBI, বাড়ছে গ্রাহক অসন্তোষ

কলকাতা: মধ্যবিত্তের ফের মাথায় বাড়ি দিয়ে ফের সুদের হার কমাল এসবিআই৷ আজ উৎসের আনন্দে জল ঢেলে সঞ্চেয়ের উপর ১০ বেসিস পয়েন্ট সুদ কমিয়ে গ্রাহকদের চূড়ান্ত বিড়ম্বনায় ফেলল এসবিআই৷ এসবিআইয়ের তরফে জানানো হয়েছে, এক বছরের কম ফিক্স ডিপোজিটে এখন থেকে কমবে সুদের হার৷ নতুন সুদের হার দাঁড়াবে ৬.৪ শতাংশ৷ নয়া এই হার আগামিকাল থেকে কার্যকর হবে৷

3 stocks recomended

ফের সুদের হার কমাল SBI, বাড়ছে গ্রাহক অসন্তোষ

কলকাতা: মধ্যবিত্তের ফের মাথায় বাড়ি দিয়ে ফের সুদের হার কমাল এসবিআই৷ আজ উৎসের আনন্দে জল ঢেলে সঞ্চেয়ের উপর ১০ বেসিস পয়েন্ট সুদ কমিয়ে গ্রাহকদের চূড়ান্ত বিড়ম্বনায় ফেলল এসবিআই৷

এসবিআইয়ের তরফে জানানো হয়েছে, এক বছরের কম ফিক্স ডিপোজিটে এখন থেকে কমবে সুদের হার৷ নতুন সুদের হার দাঁড়াবে ৬.৪ শতাংশ৷ নয়া এই হার আগামিকাল থেকে কার্যকর হবে৷ একই সঙ্গে সেভিংস, ফিক্স ডিপোজিটেও সুদের হার কমানোর সিদ্ধান্ত নিয়েছে এসবিআই৷ এক লক্ষ টাকা পর্যন্ত সেভিংস আমানতে সুদ ৩.৫ শতাংশ করা হয়েছে৷ আগামী পয়লা নভেম্বর থেকে নয়া এই হার কার্যকর হবে৷ সুদের হার কমানোর ঘোষণায় চূড়ান্ত সমস্যায় পড়েছেন গ্রাহকদের বড় অংশ৷

অন্যদিকে, চলতি সপ্তাহে সুদের হার কমিয়েছে আরবিআই৷ সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, আরবিআই রেপো রেট কমেছে ২৫ বেসিস পয়েন্ট৷ ফলে ৫.৪০ শতাংশ থেকে নেমে এই মুহূর্তে রেপো রিপোর্ট দাঁড়িয়েছে ৫ দশমিক ১৫ শতাংশ৷ একইসঙ্গে রিভার্স রেপো রেট কমানো হয়েছে৷ ৫.৪০ থেকে কমে ৪.৯০ করা হয়েছে৷ রিভার্স রেপো অর্থাৎ ব্যাংকে দেওয়া ঋণের ওপর যে সুদ নিয়ে থাকে আরবিআই তাকেই রিভার্স রেপো বলে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + 9 =