ওমিক্রন উদ্বেগের মধ্যে শেয়ার বাজারে ধস, পতন সেনসেক্স-নিফটিতে

ওমিক্রন উদ্বেগের মধ্যে শেয়ার বাজারে ধস, পতন সেনসেক্স-নিফটিতে

3 stocks recomended

নয়াদিল্লি:  বিশ্বজুড়ে তাণ্ডব শুরু করেছে ওমিক্রন৷ যার প্রভাব এবার পড়ল শেয়ার বাজারে৷ সোমবার বাজার খুলতেই ব্যাপক পতন ঘটল শেয়ার সূচকে৷ এক ধাক্কায় অনেকটা নেমে গেল সেনসেক্স ও নিফটির সূচক৷ 

আরও পড়ুন- ভোটার কার্ডের সঙ্গে আধার যোগ!

ওমিক্রনের চোখ রাঙানির জেরে সপ্তাহের প্রথম কর্মদিবসেই ১,১০০ পয়েন্ট পড়ে যায় সেনসেক্স। সেনসেক্সের সূচক ঘোরাফেরা করছে ৫৬ হাজারের আশেপাশে। অন্যদিকে, ৩৩৯ পয়েন্ট খুইয়ে ১৬,৬৫০-এরও নীচে নেমে আসে নিফটি। বিশেষজ্ঞদের ধারণা, ১৬ হাজারের নীচে নেমে যেতে পারে নিফটি৷ শুধু ভারত নয়, আমেরিকা, ব্রিটেন, কোরিয়া, পাপান, জার্মানি, সহ বিশ্বের বিভিন্ন দেশে শেয়ার সূচকের পতন ঘটেছে৷ 

লকডাউন পর্বে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর দিন দেখেছে দালাল স্ট্রিট। যখন সেনসেক্সের সূচক নেমে দাঁড়িয়েছিল ২৫ হাজরের কোঠায়। তবে করোনা পরবর্তী সময়ে ধীরে ধীরে উঠতে থাকে শেয়ার বাজারের সূচক৷ মাঝখানে বেশ কিছুদিন সূচক ছিল উর্ধ্বমুখী৷ কিন্তু ওমিক্রন উদ্বেগ মাথাচার দিতেই ফের দুর্নিনের ইঙ্গিত৷ বাজার বিশেষজ্ঞদের ধারণা, ওমিক্রন রুখতে দেশে ফের লকডাউনের মতো পরিস্থিতি তৈরি হতে পারে৷ সেই আশঙ্কাতেই বিনিয়োগ করতে চাইছেন না বিনিয়োগকারীরা৷ সোমবার বাজার খুলতেই সেনসেক্স ১,১০৮ পয়েন্ট খুইয়ে নেমে আসে ৫৫,০০৩-এ।

গত ১৯ অক্টোবর ৬২ হাজারের গণ্ডি পেরিয়ে গিয়েছিল সেনসেক্স। মাত্র ১৯ মাসে ২৬ হাজার পয়েন্টের উত্থান ঘটেছিল৷ যা দেখে আশার আলো দেখতে শুরু করেছিলেন বাজার বিশেষজ্ঞেরা। কিন্তু নভেম্বরের শেষ পর্বে ওমিক্রন উদ্বেগের সূচক নামতে থাকে এবং তা ৫৭,১০৭-এ নেমে আসে।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × five =