গরমের বাম্পার ব্যবসা! বরফেই বড়লোক

কলকাতা: গরম থাকতে থাকতেই মোটা টাকা রোজগারের উপায়। বাম্পার চলবে এই ব্যবসাটা। দেখবেন, গ্রীষ্মকালে বরফের চাহিদা বাড়ে। বিয়ে, জুসের দোকান, যে কোনও পার্টিতে বরফের চাহিদা…

কলকাতা: গরম থাকতে থাকতেই মোটা টাকা রোজগারের উপায়। বাম্পার চলবে এই ব্যবসাটা।

দেখবেন, গ্রীষ্মকালে বরফের চাহিদা বাড়ে। বিয়ে, জুসের দোকান, যে কোনও পার্টিতে বরফের চাহিদা সবসময় থাকে। সেক্ষেত্রে একটি আইস কিউব ফ্যাক্টরি, দারুন আইডিয়া হতে পারে। মাত্র ১ লক্ষ টাকা ইনভেস্ট করলেই হবে। এলসিই কিউব তৈরিতে ব্যবহৃত ডিপ ফ্রিজারের দামই ৫০,০০০ টাকা থেকে শুরু। এর সঙ্গে আরও কিছু যন্ত্রপাতি কিনতে হবে। আয় বাড়ার সঙ্গে সঙ্গে সেগুলো কেনা যাবে।

আর হ্যাঁ ব্যবসাটা শুরু করতে, কাছের প্রশাসনিক অফিসে রেজিস্টার করতে হবে। ফ্রিজারের সঙ্গে বিশুদ্ধ জল আর বিদ্যুৎ দরকার। সহজেই প্রতি মাসে কমপক্ষে ২০ থেকে ৩০,০০০ টাকা আয় করা যেতে পারে। ক্রমবর্ধমান চাহিদা অনুযায়ী, এই ব্যবসা থেকে প্রতি মাসে ৫০ থেকে ৬০,০০০ টাকাও আয় করা যাবে। কিন্তু, এই ব্যবসা শুরু করার আগে, ভালো করে গবেষণা করা প্রয়োজন। ফ্রিতে হাতে কলমে শেয়ারবাজার শিখে স্টক মার্কেটে ইনভেস্ট করতে ফোন করুন ৯০৯৩২১১২১১ এই নম্বরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *