রাজ্য সরকারি কর্মীদের সঞ্চয়ে সুদের হার কমাল নবান্ন

কলকাতা: রাজ্য সরকারি কর্মীদের জন্য দুঃসংবাদ শোনাল রাজ্য৷ ডিএ, মহার্ঘভাতা, বেতন কমিশনের গড়িমসির পর এবার সরকারি কর্মীদের জেনারেল প্রভিডেন্ট ফান্ডের সুদের হার কমাল রাজ্য৷ ৮ শতাংশ থেকে কমে ৭.৯ শতাংশ করা হয়েছে বলে জারি হয়েছে নির্দেশিকা৷ রাজ্য অর্থ দপ্তরের নির্দেশিকায় জানানো হয়েছে, জুলাই-সেপ্টেম্বরের জন্য জিপিএফে সুদের হার ধার্য হবে ৭.৯ শতাংশ৷ সম্প্রতি কেন্দ্রীয় সরকার জিপিএফে

রাজ্য সরকারি কর্মীদের সঞ্চয়ে সুদের হার কমাল নবান্ন

কলকাতা: রাজ্য সরকারি কর্মীদের জন্য দুঃসংবাদ শোনাল রাজ্য৷ ডিএ, মহার্ঘভাতা, বেতন কমিশনের গড়িমসির পর এবার সরকারি কর্মীদের জেনারেল প্রভিডেন্ট ফান্ডের সুদের হার কমাল রাজ্য৷ ৮ শতাংশ থেকে কমে ৭.৯ শতাংশ করা হয়েছে বলে জারি হয়েছে নির্দেশিকা৷

রাজ্য অর্থ দপ্তরের নির্দেশিকায় জানানো হয়েছে, জুলাই-সেপ্টেম্বরের জন্য জিপিএফে সুদের হার ধার্য হবে ৭.৯ শতাংশ৷ সম্প্রতি কেন্দ্রীয় সরকার জিপিএফে ৭.৯ শতাংশ সুদ ঘোষণা করেছে৷ কেন্দ্রের সঙ্গে সঙ্গতি রেখে রাজ্য অর্থ দপ্তর এই নির্দেশিকা জারি করেছে৷ কিন্তু প্রশ্ন উঠছে, সুদের হারের ক্ষেত্রে রাজ্য যদি কেন্দ্রের সঙ্গে সঙ্গতি আনার চেষ্টা করে থাকে, তাহলে কর্মীদের বেতনের ক্ষেত্রে তা কেন কার্যকর হবে না৷ কেন্দ্রে যখন সপ্তম বেতন কমিশন কার্যকর হয়েছে, তখন বাংলার সরকারি কর্মীরা পঞ্চম বেতন কমিশনের মধ্যেই দাঁড়িয়ে আছে৷ ষষ্ঠ বেতন কমিশন আপাতত ঝুলে৷

সরকারি কর্মীদের জিপিএফে সুদের হার গত বছরের অক্টোবর মাস থেকে ৮ শতাংশ ছিল৷ তিন মাস অন্তর সুদের হার ঘোষণা করা হয়ে থাকে৷ গত বছরের অক্টোবর মাসের আগে বেশ কয়েক মাস ধরে সুদের হার ছিল ৭.৬ শতাংশ৷ পরে তা ৮ শতাংশ করা হয়৷ সম্প্রতি স্বল্প সঞ্চয়ের বিভিন্ন প্রকল্পে সুদের হার ০.১০ শতাংশ হারে কমিয়েছে কেন্দ্রীয় সরকার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *