২০০০ টাকার নোট ছাপানো পুরোপুরি বন্ধ করছে কেন্দ্র: সূত্র

নয়াদিল্লি: নতুন বছরের শুরুতেই ভেস্তে গেলে মোদি সরকারের ‘নোটবাতিলে’র স্বপ্ন৷ আগামী অর্থবর্ষ থেকে ২০০০ টাকার নোট ছাপানো পুরোপুরি বন্ধ করার সিদ্ধান্ত কেন্দ্রের৷ বৃহস্পতিবার অর্থমন্ত্রক সূত্রে এমনটা জানা গিয়েছে৷ সূত্রের খবর, ২০০০ টাকার নোটের সরবরাহ সীমাবদ্ধ করতে কেন্দ্র নয়া উদ্যোগ নিয়েছে৷ ২০০০ টাকার নোটের সংখ্যা কমিয়ে এনে অপেক্ষাকৃত ছোট ২০০ টাকার নোটের সরবরাহ বাড়ানো হতে পারে৷

২০০০ টাকার নোট ছাপানো পুরোপুরি বন্ধ করছে কেন্দ্র: সূত্র

নয়াদিল্লি: নতুন বছরের শুরুতেই ভেস্তে গেলে মোদি সরকারের ‘নোটবাতিলে’র স্বপ্ন৷ আগামী অর্থবর্ষ থেকে ২০০০ টাকার নোট ছাপানো পুরোপুরি বন্ধ করার সিদ্ধান্ত কেন্দ্রের৷ বৃহস্পতিবার অর্থমন্ত্রক সূত্রে এমনটা জানা গিয়েছে৷

সূত্রের খবর, ২০০০ টাকার নোটের সরবরাহ সীমাবদ্ধ করতে কেন্দ্র নয়া উদ্যোগ নিয়েছে৷ ২০০০ টাকার নোটের সংখ্যা কমিয়ে এনে অপেক্ষাকৃত ছোট ২০০ টাকার নোটের সরবরাহ বাড়ানো হতে পারে৷ ২০০০ টাকার নোট এখনই পুরোপুরি তুলে নেওয়া হবে না সম্ভবত৷ অর্থমন্ত্রক সূত্রে খবর, আসন্ন আগস্ট মাসেই বাজারে আসতে পারে ২০০ টাকার নতুন নোট৷ জুন থেকেই মাইসুরু পেপার মিলে নোট ছাপানোর কাজ শুরু হয়েছে বলে খবর৷

২০০০ টাকার নোট ছাপতে খরচ হয় ৩ টাকা ৫৪ পয়সা থেকে ৩ টাকা ৭৭ পয়সা৷ রাজ্যসভায় লিখিত বিবৃতি দিয়ে নোট ছাপার খরচের খতিয়ান জানান অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল৷ রিজার্ভ ব্যাঙ্ক সূত্রে জানা গিয়েছে যে, নতুন ৫০০, ১০০০ টাকার নোট ছাপাতে ইতিমধ্যেই রাজকোষ থেকে ১২ হাজার কোটি টাকা বেরিয়ে গিয়েছে৷ ৫০০ টাকার ১ হাজার ৫৬৭ কোটি নতুন নোট ছাপাতে ইতিমধ্যেই খরচ হয়েছে ৩ হাজার ৯১৭ কোটি টাকা৷ নোট বাতিলের পর ২০১৬-র ১০ ডিসেম্বর পর্যন্ত রিজার্ভ ব্যাঙ্কে জমা পড়ে প্রায় ১২.৪৪ লাখ টাকা৷ চলতি বছর ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাজারে থাকা টাকার পরিমাণ ১১.৬৪ লাখ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *