ট্রেনের টিকিট থেকে ভর্তুকি তুলে নিচ্ছে কেন্দ্র! নয়া সিদ্ধান্ত মন্ত্রকের

নয়াদিল্লি: রান্নার গ্যাস থেকে ভর্তুকি প্রত্যাহারের আর্জি জানিয়ে দেশের জনতাকে আর্জি জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এবার সেই পথে হেঁটে ট্রেনের টিকিট থেকে ভর্তুকি প্রত্যাহারের বিষয়ে আর্জি জানাতে চলেছে ভারতীয় রেল৷ রেল মন্ত্র সূত্রে খবর, রেলের টিকিট কাটার সময় এখন থেকে ভর্তুকির বিষয়টি ঐচ্ছিক করার সিদ্ধান্ত নেয়া হয়েছে৷ অর্থাৎ রেলের টিকিট কাটার সময় যদি কোনও যাত্রী

3 stocks recomended

ট্রেনের টিকিট থেকে ভর্তুকি তুলে নিচ্ছে কেন্দ্র! নয়া সিদ্ধান্ত মন্ত্রকের

নয়াদিল্লি: রান্নার গ্যাস থেকে ভর্তুকি প্রত্যাহারের আর্জি জানিয়ে দেশের জনতাকে আর্জি জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এবার সেই পথে হেঁটে ট্রেনের টিকিট থেকে ভর্তুকি প্রত্যাহারের বিষয়ে আর্জি জানাতে চলেছে ভারতীয় রেল৷

রেল মন্ত্র সূত্রে খবর, রেলের টিকিট কাটার সময় এখন থেকে ভর্তুকির বিষয়টি ঐচ্ছিক করার সিদ্ধান্ত নেয়া হয়েছে৷ অর্থাৎ রেলের টিকিট কাটার সময় যদি কোনও যাত্রী ভর্তুকি নিতে চান, তিনি তা নিতে পারেন৷ অথবা ভর্তুকি না নিয়েও ট্রেনের টিকিট কাটতে পারেন কোনও যাত্রী৷ রেলের প্রাথমিক সিদ্ধান্ত, রেলের টিকিট এখন থেকে ভর্তুকি ও ভর্তুকি বিহীন দুই ধরনের ব্যবস্থা রাখা হচ্ছে৷ তবে টিকিট কাটার সময় ‘গিভ ইট আপ’ প্রকল্পে কেমন সাড়া মিলছে তার উপর পরিস্থিতি বিবেচনা করে এই পদক্ষেপ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে রেলমন্ত্রক৷ এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হতে পারে বলে জানা গিয়েছে৷ ভর্তুকি না নেওয়া যাত্রীদের থেকে অতিরিক্ত যে আয় হবে সেই অর্থ দেশের রেলের পরিকাঠামো উন্নয়নের উপর খরচ করা হবে বলে৷

ভারতীয় রেল আপাতত বিষয়টি ঐচ্ছিক রাখার সিদ্ধান্ত নিলেও পরবর্তীতে ধাপে ধাপে ভর্তুকি বিষয়টি অদূর ভবিষ্যতে কেন্দ্র তুলে দিতে পারে বলে শুরু হয়েছে জল্পনা৷ যদিও রেলমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছে, টিকিট বুকিংয়ের ক্ষেত্রে এই পদ্ধতি রেলের আয় বৃদ্ধির ক্ষেত্রে কার্যকরী ভুমিকা গ্রহণ করবে৷

এই মুহূর্তে যাত্রী পিছু ৪৭ শতাংশ ভর্তুকি দিয়ে থাকে রেল৷ বাকি ৫৩ শতাংশ গুণতে হয় সাধারণ যাত্রীকে৷ অর্থাৎ টিকিট কাটার সময় যদি ভর্তুকি না নিতে চান কোনও যাত্রী তাহলে তাঁকে অতিরিক্ত ৪৭ শতাংশ টাকা মেটাতে হবে৷ ফলে এক ধাক্কায় অনেকটাই বাড়তে পারে সেই টিকিটের দাম৷ আপাতত বিষয়টি ঐচ্ছিক রাখা হলেও ধাপে ধাপে তা বাধ্যতামূলক করার পথে হাঁটতে পারে রেলমন্ত্রক, এই নিয়ে শুরু হয়েছে জল্পনা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + nineteen =