BSNL-এর জমি বেচে কর্মীদের স্বেচ্ছাবসরে পাঠানোর সিদ্ধান্ত কেন্দ্রের

নয়াদিল্লি: বিএসএনএল ও এমটিএনএলকে সংযুক্তিকরণের সিদ্ধান্ত নিল কেন্দ্রের নেন্দ্র মোদি সরকারের মন্ত্রিসভা৷ বিএসএনএল ও এমটিএনএলকে সংযুক্তিকরণের পাশাপাশি বিলগ্নিকরণ করা হবে বলেও নেওয়া হয়েছে সিদ্ধান্ত৷ আর্থিক সঙ্কট কাটাতে নীতিগত সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রস্তাব দিয়েছে, টাকার অভাব মেটাতে কর্মীদের কাছে স্বেচ্ছাবসরের প্রস্তাব দেওয়া হবে৷ কমানো হবে বেতন৷ বিএসএনএল ও এমটিএনএল বাঁচাতে কী কী পদক্ষেপ নেওয়া যায়,

3 stocks recomended

BSNL-এর জমি বেচে কর্মীদের স্বেচ্ছাবসরে পাঠানোর সিদ্ধান্ত কেন্দ্রের

নয়াদিল্লি: বিএসএনএল ও এমটিএনএলকে সংযুক্তিকরণের সিদ্ধান্ত নিল কেন্দ্রের নেন্দ্র মোদি সরকারের মন্ত্রিসভা৷ বিএসএনএল ও এমটিএনএলকে সংযুক্তিকরণের পাশাপাশি বিলগ্নিকরণ করা হবে বলেও নেওয়া হয়েছে সিদ্ধান্ত৷ আর্থিক সঙ্কট কাটাতে নীতিগত সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রস্তাব দিয়েছে, টাকার অভাব মেটাতে কর্মীদের কাছে স্বেচ্ছাবসরের প্রস্তাব দেওয়া হবে৷ কমানো হবে বেতন৷

বিএসএনএল ও এমটিএনএল বাঁচাতে কী কী পদক্ষেপ নেওয়া যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় কেন্দ্রীয় মন্ত্রিসভায়৷ সেখানে বেশ কিছু প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা মন্ত্রিসভা৷ সিদ্ধান্ত হয়েছে, বিএসএনএল ও এমটিএনএলকে বাঁচাতে ১৫ হাজার কোটি টাকার বন্ড বাজারে ছাড়া হবে৷ ওই টাকা বিএসএনএলের উন্নয়নে কাজে লাগানো হবে৷ একইসঙ্গে ফোর-জি স্পেকট্রাম বিএসএনএলের জন্য খুলে দেওয়া হবে৷ তুলে দেওয়া হবে ফ্রি-পরিষেবা৷ ৪৮ হাজার কোটি টাকার যে জমি রয়েছে বিএসএনএলের হাতে, সেই সম্পত্তি বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ সেই জমি বিক্রির টাকায় বিএসএনএলের খরচ জোগান দেওয়া হবে৷

বিএসএনএলের কর্মীদের বেতন কমানোরও প্রস্তাব দেওয়া হয়েছে৷ ৫ শতাংশ বেতন কমানো ভাবনাচিন্তা শুরু হয়েছে বলে খবর৷ একইসঙ্গে কর্মীদের স্বেচ্ছাবসরের প্রস্তাব দেওয়া হবে৷ কর্মীদের স্বেচ্ছাবসরের প্রস্তাব দিয়ে ১০ হাজার টাকা বাঁচানো যাবে৷ একইসঙ্গে বিএসএনএল ও এমটিএনএলকে সংযুক্তিকরণ করিয়ে দেওয়া হবে৷ যদিও এমটিএনএল একটি বিদ্যুৎ সংস্থার অধিনস্থ৷ বিষয়ের সঙ্গে সংযুক্তিকরণের ক্ষেত্রে আইনি জটিলতা থাকতে পারে সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে৷

বিএসএনএলের পুনরুজ্জীবনে বিষয়ে রবিশঙ্কর প্রসাদ জানিয়েছেন, ‘‘বিএসএনএল ও এমটিএনএলের বিষয়ে আমাদের কেন্দ্র সরকারের মতামত খুবই পরিষ্কার৷ এই দুই সংস্থা ভারতের সম্পদ৷ ভারতীয় সেনার নেটওয়ার্ক বিএসএনএলের মাধ্যমে চলে৷ ব্যাংকের নেটওয়ার্ক বিএসএনএলের অধিকাংশ দখল রয়েছে৷ এমটিএনএল সক্রিয় দিল্লি ও মুম্বইয়ে৷ আমরা সিদ্ধান্ত নিয়েছি, এই দুই সংস্থা কখনও বন্ধ করা হবে না৷ কোন বিলগ্নিকরন বা বেসরকারিকরণ হবে না৷ কোনও তৃতীয় সংস্থার হাতে এই সংস্থার তুলে দেওয়া হবে না৷ আমরা এই সংস্থাকে বিক্রি করে দেব না৷ এটা কেন্দ্র সরকার সিদ্ধান্ত নিয়েছে৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 4 =