১ মাসে ২ বার সুদের হার কলাম SBI, সোমবার থেকে কার্যকর

নয়াদিল্লি: ফের সুদের হার কমাল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া৷ এক মাসে দু’বার সুদের হার কমাল এসবিআই৷ বিজ্ঞপ্তি জারি করে এসবিআইয়ের তরফে জানানো হয়েছে, এখন থেকে সাত দিন থেকে ৩ বছর মেয়াদী সমস্ত ফিক্সড ডিপোজিটে সুদের হার কমালো এসবিআই৷ আগামী মাস থেকে কার্যকর হচ্ছে নয়া ব্যবস্থা৷ এসবিআইয়ের তরফে জানানো হয়েছে, ফিক্সড ডিপোজিটে সুদের হার কমছে ০.১০

3 stocks recomended

১ মাসে ২ বার সুদের হার কলাম SBI, সোমবার থেকে কার্যকর

নয়াদিল্লি: ফের সুদের হার কমাল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া৷ এক মাসে দু’বার সুদের হার কমাল এসবিআই৷ বিজ্ঞপ্তি জারি করে এসবিআইয়ের তরফে জানানো হয়েছে, এখন থেকে সাত দিন থেকে ৩ বছর মেয়াদী সমস্ত ফিক্সড ডিপোজিটে সুদের হার কমালো এসবিআই৷ আগামী মাস থেকে কার্যকর হচ্ছে নয়া ব্যবস্থা৷ এসবিআইয়ের তরফে জানানো হয়েছে, ফিক্সড ডিপোজিটে সুদের হার কমছে ০.১০ শতাংশ থেকে ০.৫০ শতাংশ৷ আগামী সোমবার থেকে কার্যকর৷

ইতিমধ্যেই ফিক্সড ডিপোজিটের সুদ কমিয়েছে এসবিআই৷ চলতি মাস থেকেই ৪৫ দিন থেকে ১০ বছর মেয়াদ পর্যন্ত আমানতে সুদের হার কমানো হয়৷ ৭ দিন থেকে ৪৫ দিন পর্যন্ত ফিক্সড ডিপোজিটে সুদের হার করা হয় ৫ শতাংশ৷ ৪৬ দিন থেকে ১৭৯ দিন পর্যন্ত ফিক্সড ডিপোজিটে সুদের হার কমে দাঁড়ায় ৫.৭৫ শতাংশ৷ ১৮০ দিন থেকে ২১০ দিন পর্যন্ত ফিক্সড ডিপোজিটে সুদের হার ১০ বেসিস কমানো হয়৷ এর ফের সমস্ত ধরনের ফিক্সড ডিপোজিটে সুদের হার কমছে ০.১০ শতাংশ থেকে ০.৫০ শতাংশ৷

গত ৯ মে ফিক্সড ডিপোজিটে সুদের হার কমায় এসবিআই৷ স্টেট ব্যাংকের এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়লেন প্রবীণ ব্যক্তিরা৷ কারণ, সুদের উপর নির্ভর করে তাঁদের সংসার৷  চলতি মাসেই এসবিআই গৃহ ঋণের সুদের হার কমিয়েছি৷ এই মুহূর্তে গৃহঋণে ৮.২৫ শতাংশ রয়েছে৷ কিন্তু, এখন ওই হার কমিয়েছে ৮.০৫ শতাংশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর৷ আগামী পয়লা সেপ্টেম্বর থেকে কার্যকর হবে নয়া সুদের হার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 3 =