টানা দু’দিন বাংলায় ধর্মঘটের ডাক বাম সংগঠনের

কলকাতা: দ্বিতীয় বার আরও বিপুল সমর্থন নিয়ে ক্ষমতায় বিজেপি সরকার৷ নির্বাচনি ধকল কাটিয়ে এবারের কেন্দ্রীয় বাজেটে অর্থনৈতিক সংস্কারে সাহসী পদক্ষেপের প্রত্যাশা ছিল৷ কিন্তু, সেই পথে না বাড়িয়ে পেট্রোল-ডিজেলের উপর চাপানো হল সেস৷ আর তার জেরেই দু’টাকা বাড়তে চলেছে জ্বালানি তেলের দাম৷ কেন্দ্রের সেস ও রাজ্যের ভ্যাটের সৌজন্যে পেট্রোলে ২ টাকা ৫০ পয়সা ও ডিজেলের ৩০

টানা দু’দিন বাংলায় ধর্মঘটের ডাক বাম সংগঠনের

কলকাতা: দ্বিতীয় বার আরও বিপুল সমর্থন নিয়ে ক্ষমতায় বিজেপি সরকার৷ নির্বাচনি ধকল কাটিয়ে এবারের কেন্দ্রীয় বাজেটে অর্থনৈতিক সংস্কারে সাহসী পদক্ষেপের প্রত্যাশা ছিল৷ কিন্তু, সেই পথে না বাড়িয়ে পেট্রোল-ডিজেলের উপর চাপানো হল সেস৷ আর তার জেরেই দু’টাকা বাড়তে চলেছে জ্বালানি তেলের দাম৷ কেন্দ্রের সেস ও রাজ্যের ভ্যাটের সৌজন্যে পেট্রোলে ২ টাকা ৫০ পয়সা ও ডিজেলের ৩০ পয়সা বেড়ে ২টাকা ৩০ পয়সা বেড়েছে৷ কেন্দ্রের বাজেট ঘোষণার পর বেড়ে গাড়ির যন্ত্রাংশ৷ ফলে পরিস্থিতি যা, তাতে গাড়ি নিয়ে পথে চালানো দায় হয়ে দাঁড়িয়েছে৷

মূলত এই অভিযোগ তুলে ভাড়া বৃদ্ধির দাবিতে ৪৮ ঘণ্টা ধর্মঘটের ডাক বাম ট্রেড ইউনিয়ন সংগঠন সিটু৷ আগামী ৬ ও ৭ আগস্ট বাংলাজুড়ে ট্যাক্সি ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে৷ অনলাইন ক্যাপ পরিষেবা দেওয়া সংগঠনগুলিকেও এই ধর্মঘটে সামিল হওয়ার ডাক দেওয়া হয়েছে৷

কেন্দ্রের বাজেট ঘোষণাকে হাতিয়ার করে এবার বাসভাড়া এক লাফে ২৫ শতাংশ বাড়ানোর দাবিও জানিয়েছেন বেসরকারি পরিবহণের মালিকরা৷ বেসরকারি পরিবহণের মালিক সংগঠনের তরফে জানানো হয়েছে, গত বছরের ৮ জুন শেষবার পরিবহণের ভাড়া বাড়িয়েছিল রাজ্য৷ তার পর থেকে বাস-ট্যাক্সি চালানোর খরচ ক্রমেই বেড়ে গিয়েছে৷ কিছু দিন আগেই ইনসিওরেন্সের প্রিমিয়াম বৃদ্ধি করা হয়েছে৷ এক লাফে অনেকটাই বেড়েছে ডিজেলের দাম৷ ভাড়াবৃদ্ধি ছাড়া এই ক্ষতি নিরাময়ের কোনও রাস্তা খোলা নেই বলেই দাবি মালিকদের৷ তবে, ২৫ শতাংশ বাস ভাড়া বাড়লে চূড়ান্ত বিপাকে পড়বেন আমজনতা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *