ভারতে বাড়ছে ধনীদের সংখ্যা, কমছে গড় সম্পত্তির পরিমাণ

নয়াদিল্লি: কেন্দ্রের নরেন্দ্র মোদির জমানায় এই প্রথম দেশের ধনী ব্যক্তিদের গড় সম্পত্তির পরিমাণ কমল প্রায় ১১ শতাংশ৷ সম্প্রতি প্রকাশিত হওয়া আইআইএফএলের প্রকাশিত রিপোর্ট বলছে, ২০১৮ তুলনায় ২০১৯ সালে দেশের বিত্তশালীদের সম্পদ কমেছে৷ সেই তালিকায় শীর্ষে রয়েছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্তা মুকেশ আম্বানির৷ এই মুহূর্তে তাঁর মোট সম্পদের পরিমাণ প্রায় ৩ লক্ষ ৮০ হাজার কোটি টাকার বেশি৷

ভারতে বাড়ছে ধনীদের সংখ্যা, কমছে গড় সম্পত্তির পরিমাণ

নয়াদিল্লি: কেন্দ্রের নরেন্দ্র মোদির জমানায় এই প্রথম দেশের ধনী ব্যক্তিদের গড় সম্পত্তির পরিমাণ কমল প্রায় ১১ শতাংশ৷ সম্প্রতি প্রকাশিত হওয়া আইআইএফএলের প্রকাশিত রিপোর্ট বলছে, ২০১৮ তুলনায় ২০১৯ সালে দেশের বিত্তশালীদের সম্পদ কমেছে৷

সেই তালিকায় শীর্ষে রয়েছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্তা মুকেশ আম্বানির৷ এই মুহূর্তে তাঁর মোট সম্পদের পরিমাণ প্রায় ৩ লক্ষ ৮০ হাজার কোটি টাকার বেশি৷ সম্পদ কমলেও টানা আটবার রিলায়েন্স কর্তা মুকেশ মুকেশ আম্বানি প্রথম স্থান দখল করে রেখেছেন৷ দ্বিতীয় স্থানে রয়েছে লন্ডনে বসবাসকারী ভারতীয় উদ্যোগপতি হিন্দুজা পরিবার৷ তাঁদের মোট সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে, এক লক্ষ ৯০ হাজার কোটি টাকা৷ গত বছর দ্বিতীয় স্থানে এবছর তাঁরা তৃতীয় স্থানে নেমে গিয়েছেন৷ তৃতীয় স্থানে উঠে এসেছেন উইপ্রোর কর্ণধার৷

প্রকাশিত হয় ওই রিপোর্ট বলছে, হাজার কোটি টাকার বেশি সম্পত্তি রয়েছে, এমন ভারতীয় সংখ্যা গতবার ছিল ৮৩১ জন৷ এবার তা বেড়ে দাঁড়িয়েছে ৯৫৩ জন৷ এই ৯৫৩ জনের মোট সম্পত্তির পরিমাণ ভারতীয় জিডিপির প্রায় ২৭ শতাংশের কাছাকাছি৷ রিপোর্ট বলছে, দেশে ধনী ব্যক্তিদের গড় সম্পত্তি গত বছরের তুলনায় বেশ খানিকটা পড়েছে৷ তবে এই সম্পত্তি কমার পিছনে অবশ্য বিশ্ব অর্থনৈতিক মন্দার কারণ হিসেবে ব্যাখ্যা করা হয়েছে৷ কেননা, বিশ্ব অর্থনীতির মন্দার প্রভাব দেশের বাজারেও পড়েছে৷ আর সেই কারণে দেশের জনতার ক্রয় ক্ষমতা কমেছে৷ আর তার জেরে ধনী ব্যক্তিদের মুনাফার পরিমাণ খানিকটা কমেছে বলেই মনে করছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *