প্রায় ১ হাজার টাকা বাড়াল সোনার দাম, চড়ছে রুপো

কলকাতা: ঘোষণা আগেই ছিল৷ এবার সেই ঘোষণা হতে না হতেই লাফিয়ে বাড়ছে সোনার দাম৷ বাজার বলছে, ১০ গ্রাম সোনার দাম ৩৬ হাজার টাকার দোরগোড়ায়৷ গত ১০ দিনে হলুদ ধাতুর দর কলকাতায় এক হাজার টাকারও বেশি বেড়েছে৷ পাল্লা দিচ্ছে রূপো৷ এবারের বাজেটে কেন্দ্রীয় সরকার সোনার উপর আমদানি শুল্ক বাড়িয়েছে ২.৫ শতাংশ৷ তার প্রভাব ইতিমধ্যেই গয়নার বাজারে

3 stocks recomended

প্রায় ১ হাজার টাকা বাড়াল সোনার দাম, চড়ছে রুপো

কলকাতা: ঘোষণা আগেই ছিল৷ এবার সেই ঘোষণা হতে না হতেই লাফিয়ে বাড়ছে সোনার দাম৷ বাজার বলছে, ১০ গ্রাম সোনার দাম ৩৬ হাজার টাকার দোরগোড়ায়৷ গত ১০ দিনে হলুদ ধাতুর দর কলকাতায় এক হাজার টাকারও বেশি বেড়েছে৷ পাল্লা দিচ্ছে রূপো৷

এবারের বাজেটে কেন্দ্রীয় সরকার সোনার উপর আমদানি শুল্ক বাড়িয়েছে ২.৫ শতাংশ৷ তার প্রভাব ইতিমধ্যেই গয়নার বাজারে পড়তে শুরু করেছে৷ লগনসার মরশুমে তাই মাথায় হাত সাধারণ মানুষের৷ বাজার পরিসংখ্যান বলছে,  গত ৯ জুলাই কলকাতায় পাকা সোনা, অর্থাৎ ২৪ ক্যারেট সোনার দর গিয়েছিল ৩৪ হাজার ৬৮৫ টাকা৷ ১৯ জুলাই ১০ গ্রাম পাকা সোনার সেই দর পৌঁছয় ৩৫ হাজার ৭৫০ টাকায়৷ পাকা সোনার দরের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে গয়নার জন্য ২২ ক্যারেট সোনার দরও৷ গত শুক্রবার গয়না সোনার দর গিয়েছে প্রতি ১০ গ্রাম ৩৪ হাজার ৪৩০ টাকা৷ শনিবার বাজার বন্ধ হওয়ার সময় পাকা ও গহনা- দু’টি ক্ষেত্রেই সোনার দর কিছুটা কমেছিল৷ ২৪ ক্যারেটের ১০ গ্রামের দর ছিল ৩৫ হাজার ৫২৫ টাকা৷ হলমার্কযুক্ত ২২ ক্যারেট গয়না সোনা ছিল ১০ গ্রাম পিছু ৩৪ হাজার ২১০ টাকা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + four =