এবার মোবাইল টিপলেই বাড়িতে হাজির হয়ে যাবে নাপিত

কলকাতা: সময়ের সঙ্গে তাল মিলিয়ে বদলে যাচ্ছে প্রযুক্তি৷ প্রযুক্তির দৌঁড়ে শামিল হয়ে বদলে যাচ্ছে জীবনযাপনের পদ্ধতি৷ অনলাইনে শপিং থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সমস্ত কিছুই এখন নেট দুনিয়ায় হাজির৷ কিন্তু কখনও ভাবতে পেরেছেন, এবার আপনার সাধের মোবাইল ফোন থেকেই বাড়িতে নাপিত ডাকিয়ে নিতে পারবেন? হ্যাঁ! সম্ভবত, এটাই হতে চলেছে৷ এবার বাড়িতে বসেই সেলুন বা পার্লারের

3 stocks recomended

এবার মোবাইল টিপলেই বাড়িতে হাজির হয়ে যাবে নাপিত

কলকাতা: সময়ের সঙ্গে তাল মিলিয়ে বদলে যাচ্ছে প্রযুক্তি৷ প্রযুক্তির দৌঁড়ে শামিল হয়ে বদলে যাচ্ছে জীবনযাপনের পদ্ধতি৷ অনলাইনে শপিং থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সমস্ত কিছুই এখন নেট দুনিয়ায় হাজির৷ কিন্তু কখনও ভাবতে পেরেছেন, এবার আপনার সাধের মোবাইল ফোন থেকেই বাড়িতে নাপিত ডাকিয়ে নিতে পারবেন?

হ্যাঁ! সম্ভবত, এটাই হতে চলেছে৷ এবার বাড়িতে বসেই সেলুন বা পার্লারের কর্মীদের ডাকা যাবে৷ বাড়িতে নাপিত আনিয়ে করা যাবে ক্ষৌরকর্ম৷ এবার ইন্টারনেট দুনিয়ায় পরিষেবা নিয়ে হাজির হতে চলেছে ক্ষৌরকর্মীদের সংস্থা৷ জানা গিয়েছে, দেশের বিভিন্ন প্রান্তের কর্মীদের ১০ হাজার ক্ষৌরকর্মীকে এক ছাতার তলায় নিয়ে এসে অনলাইনে নয়া পরিষেবা দিতে চলেছে ওই সংস্থা৷ ক্ষৌরকর্মের পাশাপাশি রূপচর্চাও করা যাতে পারে৷ সমস্তটাই অনলাইনে অর্ডার দিলে নির্দিষ্ট সময়ের মধ্যেই বাড়িতে হাজির হয়ে যাবেন নাপিত অথবা রূপচর্চার প্রশিক্ষিত কর্মীরা৷

কিন্তু কেন এই ব্যবস্থা? সংস্থা জানিয়েছে, কারণ বহু মানুষই এখন ব্যস্ত৷ বিউটি পার্লারে যাওয়ার সময় পান না তাঁরা৷ আবার সেলুনে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হবে৷ কিন্তু, অনলাইনে ঝঞ্ঝাট আর থাকছে না৷ শুধুমাত্র অর্ডার করলেই নির্দিষ্ট সময়ের মধ্যেই চলে আসবে ক্ষৌরকর্মী৷ বাড়িতে বসেই কাটানো যাবে চুল৷ প্রয়োজনে করা যাবে রূপচর্চা৷ সমস্ত কিছুই রয়েছে প্যাকেজ৷ অ্যাপ ডাউনলোড করলেই মিলবে এই পরিষেবা৷ তবে গোটা বিষয়টি এখন পরীক্ষামূলক স্তরে রয়েছে৷ খুব শীঘ্রই এই পরিষেবা বাজারে লঞ্চ হতে চলেছে বলে জানা গিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 3 =