এবার চা বাগানেও কাটানো যাবে রাত, নয়া উদ্যোগ রাজ্যের

শিলিগুড়ি: উত্তরবঙ্গের মূল আকর্ষণ চা বাগান৷ কিন্তু উপযুক্ত আর্থিক পরিকাঠামোর অভাবে কার্যত মৃতপ্রায় অবস্থা সেখানকার চা বাগানগুলির৷ এই চা শিল্পকে পুনরুজ্জীবিত করে তুলতে নতুন পদক্ষেপ নিয়েছে রাজ্য৷ লক্ষ লক্ষ চা শ্রমিকদের কাজের সুযোগ করে দিতে চা বাগানের জমিতেই পরিবেশবান্ধব পর্যটন কেন্দ্র গড়ে তোলার ঘোষণা করা হয়েছে রাজ্যের তরফে৷ তাই কর্মী ছাঁটাই না করে চা শ্রমিকদের

এবার চা বাগানেও কাটানো যাবে রাত, নয়া উদ্যোগ রাজ্যের

শিলিগুড়ি: উত্তরবঙ্গের মূল আকর্ষণ চা বাগান৷ কিন্তু উপযুক্ত আর্থিক পরিকাঠামোর অভাবে কার্যত মৃতপ্রায় অবস্থা সেখানকার চা বাগানগুলির৷ এই চা শিল্পকে পুনরুজ্জীবিত করে তুলতে নতুন পদক্ষেপ নিয়েছে রাজ্য৷ লক্ষ লক্ষ চা শ্রমিকদের কাজের সুযোগ করে দিতে চা বাগানের জমিতেই পরিবেশবান্ধব পর্যটন কেন্দ্র গড়ে তোলার ঘোষণা করা হয়েছে রাজ্যের তরফে৷

তাই কর্মী ছাঁটাই না করে চা শ্রমিকদের কথা মাথায় রেখে তাঁদের কর্মসংস্থানের উদ্দেশ্যে চা বাগানের ১৫ শতাংশ জমিকে ‘টি ট্যুরিজমে’র জন্য ব্যবহার করার অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ রাজ্য সরকারের তরফে ওই ১৫ শতাংশ জমির মধ্যে ৪০ শতাংশ জমিতে পরিবেশ বান্ধব রিসর্ট, ‌ইকো ট্যুরিজম রেস্তরাঁ, ট্যুরিজম হাব করার অনুমতি দেওয়া হয়েছে৷ এক্ষেত্রে চা বাগানের মালিকদের আয় ও চা শিল্পের অগ্রগতির কথা মাথায় রেখে এই নতুন পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার৷ নয়া এই সিদ্ধান্ত আগামী দিনে চা বাগানের মধ্যেই কাটানো যাবে রাত৷ উপভোগ করা যাবে সুন্দরী প্রকৃতিতেও৷

উত্তরবঙ্গের ৩০২টি চা বাগানে প্রায় চার লক্ষ চা শ্রমিক রয়েছেন৷ উপরোক্ত চা বাগানগুলির মধ্যে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি মিলিয়ে প্রায় ২২টি চা বাগান ইতিমধ্যেই বন্ধ৷ ওই চা বাগানগুলির আর্থিক পরিকাঠামো এতটাই দুর্বল, সেখানকার চা শ্রমিকরা এখনও পর্যন্ত তাঁদের পুজোর বোনাস পাননি৷ বেশ কিছু বাগানে শ্রমিকের বেতন এখনও বাকি৷ এছাড়াও ক্রমাগত নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে চা শ্রমিকদের৷

চা শ্রমিকদের জন্য জিটিএ’র চেয়ারম্যান বিনয় তামাং পুজোর আগে অনশন করেছিলেন৷ আর এর পরেই চা শ্রমিকদের দুর্দশার কথা ভেবেই ‘টি ট্যুরিজমে’র বিষয়ে উদ্যোগী হতে দেখা গেল রাজ্য সরকারকে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *