নয়া রিচার্জ প্ল্যানের ঘোষণা ভোডাফোনের

নয়াদিল্লি : বেশ কিছুদিন আগেই ট্রাইয়ের হিসেবে এয়ারটেলকে পিছনে ফেলেছে জিও।গ্রাহক জোগাড়ের দৌড়ে ভোডাফোনের ঘাড়ের ওপর নিশ্বাস ফেলছে রিলায়েন্সের জিও। প্রতিযোগীতার বাজারে প্রত্যেকেই পুরনো গ্রাহক ধরে রাখা এবং নতুন গ্রাহক বাড়াবার চিন্তাভাবনা করছে।সেকথা মাথায় রেখে নতুন প্ল্যান বাজারে নিয়ে এল ভোডাফোন।২০৫ এবং ২২৫ টাকার প্ল্যানে কি কি সুবিধা রয়েছে এক নজরে দেখে নেওয়া যাক। প্রথম

3 stocks recomended

নয়া রিচার্জ প্ল্যানের ঘোষণা ভোডাফোনের

নয়াদিল্লি : বেশ কিছুদিন আগেই ট্রাইয়ের হিসেবে এয়ারটেলকে পিছনে ফেলেছে জিও।গ্রাহক জোগাড়ের দৌড়ে ভোডাফোনের ঘাড়ের ওপর নিশ্বাস ফেলছে রিলায়েন্সের জিও।

প্রতিযোগীতার বাজারে প্রত্যেকেই পুরনো গ্রাহক ধরে রাখা এবং নতুন গ্রাহক বাড়াবার চিন্তাভাবনা করছে।সেকথা মাথায় রেখে নতুন প্ল্যান বাজারে নিয়ে এল ভোডাফোন।২০৫ এবং ২২৫ টাকার প্ল্যানে কি কি সুবিধা রয়েছে এক নজরে দেখে নেওয়া যাক।

প্রথম ২০৫ টাকার যে রিচার্জ অপশন তাতে রয়েছে ৩৫ দিনের ভ্যালিডিটি, আনলিমিটেড লোকাল কল, এসটিডি এবং ন্যাশনাল রোমিং ভয়েস কলিংয়ের সুবিধা।তার সঙ্গে থাকছে ২ জিবি ডেটা এবং ৬০০ এসএমএস।এছাড়া ভোডাফোন প্লে অ্যাপ থেকে লাইভ টিভি দেখার সুবিধেও পাবেন গ্রাহকরা।অপরদিকে ২২৫ টাকার টাকার ৪৮ দিনের ভ্যালিডিটি সহ পাওয়া যাবে আনলিমিটেড লোকাল কল, এসটিডি, ন্যাশনাল ভয়েস রোমিং এবং ৬০০ ফ্রি এসএমএস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 2 =