ঠিক কী কী অফার দিচ্ছে Jio GigaFiber? কীভাবে করবেন রেজিস্ট্রেশন?

মুম্বই: ইদের খুশির আবহে ফের বড়বড় ঘোষণা করল রিলায়েন্সের জিও৷ নেট দুনিয়ার অবারিত দ্বার খুলে গুচ্ছ ঘোষণা রিলায়েন্সের কর্ণধার মুকেশ আম্বানির৷ আজ রিলায়েন্সের ৪২তম বার্ষিক সভায় জন্ম-কাশ্মীর সহ সাধারণ গ্রাহকদের জন্য একাধিক সুখবর শুনিয়েছে আম্বানির সংস্থার৷ রিলায়েন্সের কর্ণধা জানিয়েছেন, আগামী ৫ সেপ্টেম্বর জিও তিন বছর পূর্তি উপলক্ষ্যে বাণিজ্যিকভাবে চালু হবে জিও ফাইবার ব্রডব্যান্ড সার্ভিস৷ ১

3 stocks recomended

ঠিক কী কী অফার দিচ্ছে Jio GigaFiber? কীভাবে করবেন রেজিস্ট্রেশন?

মুম্বই: ইদের খুশির আবহে ফের বড়বড় ঘোষণা করল রিলায়েন্সের জিও৷ নেট দুনিয়ার অবারিত দ্বার খুলে গুচ্ছ ঘোষণা রিলায়েন্সের কর্ণধার মুকেশ আম্বানির৷ আজ রিলায়েন্সের ৪২তম বার্ষিক সভায় জন্ম-কাশ্মীর সহ সাধারণ গ্রাহকদের জন্য একাধিক সুখবর শুনিয়েছে আম্বানির সংস্থার৷

রিলায়েন্সের কর্ণধা জানিয়েছেন, আগামী ৫ সেপ্টেম্বর জিও তিন বছর পূর্তি উপলক্ষ্যে বাণিজ্যিকভাবে চালু হবে জিও ফাইবার ব্রডব্যান্ড সার্ভিস৷ ১ হাজার ৬০০ শহরের অন্তত দু’কোটি গ্রাহকের কাছে এই পরিষেবা পৌঁছে দেওয়ার  লক্ষ্যমাত্রা রয়েছে রিলায়েন্সের৷ টেলিভিশন সম্প্রচারের ক্ষেত্রে নয়া দিগন্ত খুলে দিতে চলেছে জিও ফাইবার পরিষেবা৷

GigaFiber কী? ঠিক কী কী সুবিধা দিচ্ছে Jio? রিলায়েন্সের কর্তা জানিয়েছেন, জিও জিগাফাইবার আদতে ব্রডব্যান্ড সার্ভিস৷ ইন্টারনেট ও কেবল সংযোগের পাওয়া যাবে একসঙ্গে৷ যাঁরা এই দীর্ঘমেয়াদী পরিষেবা নেবেন, তাঁদের উপহার বাবদ বিনামূল্যে দেওয়া হবে এলইডি টিভি৷ মিলবে ফোরকে সেট টপ বক্স৷ মাসে ৭০০টাকা খরচে দ্রুতগতির ইন্টারনেট ও কেবল টিভির পরিষেবা পাওয়া যাবে৷ প্ল্যান শুরু হবে মাসে ৭০০ টাকা থেকে ১০ হাজার টাকা পর্যন্ত৷ মাসে ৭০০টাকা দিলে ১০০এমবিপিএস ইন্টারনেটে গতি পাওয়া যাবে৷ থাকছে বিনামূল্য ফোন কলের সুবিধা৷ আমেরিকা ও কানাডার মতো প্রথম বিশ্বের দেশগুলিতে কম খরচে করা যাবে ফোন৷ ওটিটি পরিষেবার মাধ্যমে সদ্য মুক্তি পাওয়া সিনেমা দেখা যাবে৷ নিজের নাম রেজিস্ট্রেশন করুন এই লিঙ্কে- https://gigafiber.jio.com/registration

ব্রডব্যান্ড সার্ভিসের পাশাপাশি ৫জি পরিষেবার ঘোষণা জিওর৷ রিলায়েন্স কর্তা জানিয়েছেন, খুব শীঘ্রই বাজারে আসছে ৫জি পরিষেবা৷ জিও-র ৫জি প্রযুক্তি প্রায় শেষের পথেও বলেও জানিয়েছেন তিনি৷ খুব তাড়াতাড়ি দেশে তা ছড়িয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে৷ মোবাইলেও ব্রডব্যান্ড চালু করা যাবে বলেও জানিয়েছে জিও৷ এছাড়াও জন্ম-কাশ্মীর ও লাখাদের বাসিন্দাদের জন্য ইন্টারনেট পরিষেবা পৌঁছে দিতেও জিও বিনিয়োগ করবে বলেও জানানো হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − eleven =