দিঘায় শিক্ষামূলক ভ্রমণ বাতিলের নির্দেশ

কলকাতা: উত্তর কলকাতার ক্ষুদিরাম কলেজে বন্ধ করে দেওয়া হল ভূগোল বিভাগের বার্ষিক শিক্ষামূলক ভ্রমণ। বৃহস্পতিবার ভূগোলের ওই বিভাগীয় ভ্রমণকে বেআইনি ঘোষণা করেছেন কলেজ কর্তৃপক্ষ। কলেজের প্রকাশিত নোটিসে বলা হয়েছে আগামী ৭ থেকে ১০ জানুয়রি পর্যন্ত দিঘায় শিক্ষামূলক ভ্রমণের যে আয়োজন করা হয়েছে এবং তার জন্য যে টাকা তোলা হয়েছে সে সম্পর্কে কর্তৃপক্ষকে অন্ধকারে রাখা হয়েছিল।

দিঘায় শিক্ষামূলক ভ্রমণ বাতিলের নির্দেশ

কলকাতা: উত্তর কলকাতার ক্ষুদিরাম কলেজে বন্ধ করে দেওয়া হল ভূগোল বিভাগের বার্ষিক শিক্ষামূলক ভ্রমণ। বৃহস্পতিবার ভূগোলের ওই বিভাগীয় ভ্রমণকে বেআইনি ঘোষণা করেছেন কলেজ কর্তৃপক্ষ। কলেজের প্রকাশিত নোটিসে বলা হয়েছে আগামী ৭ থেকে ১০ জানুয়রি পর্যন্ত দিঘায় শিক্ষামূলক ভ্রমণের যে আয়োজন করা হয়েছে এবং তার জন্য যে টাকা তোলা হয়েছে সে সম্পর্কে কর্তৃপক্ষকে অন্ধকারে রাখা হয়েছিল। এ রকম কোনও ভ্রমণ বেআইনি এবং তা বাতিল করা হল।

অভিযোগ, শিক্ষামূলক ভ্রমণে নিয়ে যাওয়ার নাম করে ওই বিভাগের এক অধ্যাপক টাকা তুলেছেন। সংসদের নেতাদের অভিযোগের ভিত্তিতেই এ দিন ভ্রমণ বাতিল করে কলেজ। সূত্রের খবর, আপাতত বিভাগীয় একটি পদের কাজ থেকেও ওই অধ্যাপককে দূরে থাকতে বলা হয়েছে। যদিও অভিযুক্ত অধ্যাপকের ফোন বন্ধ থাকায় তাঁর প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *