কলেজ পড়ুয়াদের নয়া নির্দেশ UGC-র, বাধ্যতামূলক হচ্ছে এই অ্যাপ ব্যবহার

কলেজ পড়ুয়াদের নয়া নির্দেশ UGC-র, বাধ্যতামূলক হচ্ছে এই অ্যাপ ব্যবহার

 

নয়াদিল্লি: কোভিড-১৯ ভাইরাসের এখনও কোনও প্রতিষেধক বের হয়নি। বের হয়নি সংক্রামিত ব্যক্তিকে সুস্থ করে তোলার অব্যর্থ ওষুধ। এমত পরিস্থিতিতে চেষ্টা চলছে মানব দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলার। শাকসব্জি, ভিটামিন যুক্ত খাদ্যদ্রব্য করতে বলা হচ্ছে এবং ধূমপান ও মদ্যপান থেকে বিরত থাকতে বলা হচ্ছে। হোমিওপ্যাথি ওষুধকেও ‘ইমিউনিটি’ বাড়িয়ে তোলার এক উপায় বলে মনে করা হচ্ছে। এমত পরিস্থিতিতে কেন্দ্র সরকার চাইছে দেশের সমস্ত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলি ‘আয়ুশ’ নিয়ে মনোযোগী হোক। আয়ুর্বেদ, যোগা, ইউনানি, সিদ্ধা এবং হোমিওপ্যাথি— এই সবক’টি একসঙ্গে এবং সংক্ষেপে আয়ুশ। এই আয়ুশ মন্ত্রক থেকে বানানো হয়েছে একটি অ্যাপ, যার নাম ‘আয়ুশ সঞ্জিবনী’। মোদী সরকারের লক্ষ্য, কমপক্ষে ৫০ লক্ষ মানুষ যাতে এই অ্যাপ ব্যবহার করে।

ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন (ইউজিসি) থেকে সমস্ত কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং পড়ুয়াদের এই অ্যাপটি ডাউনলোড করতে বলা হয়েছে৷ যাতে তারা আয়ুশ চর্চায় অংশগ্রহণ করতে পারেন। ইউজিসির নির্দেশে বলা হয়েছে, ‘আয়ুশ মন্ত্রকের উদ্যোগের প্রভাব জানতে অ্যাপটি বানানো হয়েছে যা জনগণের কাছ থেকে দরকারি তথ্য সংগ্রহ করতে পারবে। বেশি করে মানুষ যাতে এর সঙ্গে যুক্ত হতে পারেন তার জন্য অবশ্যই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির তাতে অংশগ্রহণ এবং সম্প্রসারণ করা উচিত। ইউজিসি অনুমোদিত সমস্ত বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলিকে অনুরোধ করা হচ্ছে এতে অংশ নিতে এবং অ্যাপটি ডাউনলোড করতে।’

এই অ্যাপের মাধ্যমে দেখা হচ্ছে দেশের জনগণের মধ্যে আয়ুর্বেদ, যোগা, ইউনানি, সিদ্ধা এবং হোমিওপ্যাথি কতটা গ্রহণযোগ্য এবং কতজন মানুষ এই চিকিৎসা পদ্ধতিগুলি ব্যবিহার করে থাকেন। এই গবেষণা বা উদ্যোগ আদতে মোদী সরকার গঠিত টাস্ক ফোর্সের একটি অংশ। আয়ুশ মন্ত্রক ছাড়াও এই টাস্ক ফোর্সের সঙ্গে যুক্ত রয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক এবং ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)। টাস্ক ফোর্স উপদেষ্টা কমিটি থেকেই বলা হয়েছিল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে তুলসি, হলুদ, আদা দিয়ে ফোটানো জল পান, সঠিক সময়ে ঘুম, প্রশিক্ষকদের পরামর্শ মতো যোগাভ্যাস করতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *