রাজ্যে ফিরছে পাশ-ফেল? কী বললেন শিক্ষামন্ত্রী?

কলকাতা: স্কুলে পাশ-ফেল চালু করার দাবি জানিয়ে আজ, বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসলেন এসইউসিআইয়েএর এক প্রতিনিধিদল৷ এসইউসিআইয়ের দাবি, মন্ত্রী তাঁদের দাবিতে সহমত প্রকাশ করে বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছেন৷ শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এসইউসিআই প্রতিনিধিরা বলেন, ‘‘আমাদের রাজ্যে বিগত সরকারের সময় হতে মাধ্যমিকের পড়ুয়াদের শিক্ষায় বছরের পর বছর প্রভূত ক্ষতি হচ্ছে। কোনও কিছু শিখছে

রাজ্যে ফিরছে পাশ-ফেল? কী বললেন শিক্ষামন্ত্রী?

কলকাতা: স্কুলে পাশ-ফেল চালু করার দাবি জানিয়ে আজ, বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসলেন এসইউসিআইয়েএর এক প্রতিনিধিদল৷ এসইউসিআইয়ের দাবি, মন্ত্রী তাঁদের দাবিতে সহমত প্রকাশ করে বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছেন৷

শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এসইউসিআই প্রতিনিধিরা বলেন, ‘‘আমাদের রাজ্যে বিগত সরকারের সময় হতে মাধ্যমিকের পড়ুয়াদের শিক্ষায় বছরের পর বছর প্রভূত ক্ষতি হচ্ছে। কোনও কিছু শিখছে না। সরকারি-বেসরকারি নানা সমীক্ষায় তার প্রমাণ পাওয়া গেছে। ছাত্র-ছাত্রীদের আর যাতে ক্ষতি না হয় তার জন্য আমাদের দাবি আগামী ১ জানুয়ারি ২০১৯-এ শুরু হতে চলা শিক্ষা বর্ষ থেকে পাশ-ফেল চালু করার ঘোষণা আপনি করুন।”

এদিন শিক্ষামন্ত্রীকে স্মারকলিপিতে এসইউসিআইয়ের তরফে বলা হয়, গত ২০১৭ সালের জুলাই মাসে আপনি আমাদের দলের নেতৃত্বকে চিঠি লিখে জানিয়েছিলেন যে আপনার সরকার প্রাথমিক স্তর থেকেই পাশ-ফেল চালু করার পক্ষপাতী। এর পর ওই বছরের ২২ ডিসেম্বর বিকাশ ভবনে আপনার পৌরোহিত্যে শিক্ষাবিদ, শিক্ষক সংগঠনের প্রতিনিধি ও কয়েকজন রাজনৈতিক নেতৃত্বের উপস্থিতিতে যে সভা হয়েছিল তাতে সিপিএম দলের প্রতিনিধি ছাড়া প্রায় সকলেই প্রাথমিক স্তরের প্রথম শ্রেণি থেকেই পাশ-ফেল চালু করার পক্ষে মত দিয়েছিলেন। এমনকি আপনার দলের শিক্ষক সংগঠনের প্রতিনিধিরাও প্রথম শ্রেণি থেকে পাশ-ফেল চালু করার পক্ষে সহমত পোষণ করেছিলেন। এই পরিপ্রেক্ষিতে আমাদের মধ্যে এই প্রত্যাশার জন্ম হয়েছিল যে ২০১৮ শিক্ষাবর্ষ থেকেই রাজ্য সরকার পাশ-ফেল চালু করতে চলেছে। কিন্তু তা তো হয়নি, এমনকি আর একটি শিক্ষাবর্ষ শুরু হতে চললেও সরকারের তরফ থেকে এখনও কোনও ঘোষণা হয়নি।” অল বেঙ্গল ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি তরুণ নস্কর এই বলেন, “দাবি আদায় না হওয়া পর্যন্ত জনস্বার্থে আমরা আন্দোলন চালিয়ে যাব তা মন্ত্রীকে জানানো হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *