রাজ্যের প্রতিটি স্কুল পড়ুয়ার জন্য নয়া উপহার পাঠাচ্ছেন মুখ্যমন্ত্রী

কলকাতা: নতুন বছরের শুরুতেই রাজ্যের সব স্কুল পড়ুয়াকে উপহার পাঠাতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ নবান্ন সূত্রে খবর, রাজ্যের সব স্কুলে প্রত্যেক পড়ুয়ার জন্য নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে গ্রিটিংস কার্ড পাঠাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রীর পাঠানো শুভেচ্ছাবার্তা পেয়ে পড়ুয়ারা উৎসাহিত হবে বলেই মনে করা হচ্ছে৷ কিন্তু, কেন এই সিদ্ধান্ত? এমনিতেই সময়ের সঙ্গে তাল মিলিয়ে হারিয়ে গিয়েছে

রাজ্যের প্রতিটি স্কুল পড়ুয়ার জন্য নয়া উপহার পাঠাচ্ছেন মুখ্যমন্ত্রী

কলকাতা: নতুন বছরের শুরুতেই রাজ্যের সব স্কুল পড়ুয়াকে উপহার পাঠাতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ নবান্ন সূত্রে খবর, রাজ্যের সব স্কুলে প্রত্যেক পড়ুয়ার জন্য নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে গ্রিটিংস কার্ড পাঠাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রীর পাঠানো শুভেচ্ছাবার্তা পেয়ে পড়ুয়ারা উৎসাহিত হবে বলেই মনে করা হচ্ছে৷

কিন্তু, কেন এই সিদ্ধান্ত? এমনিতেই সময়ের সঙ্গে তাল মিলিয়ে হারিয়ে গিয়েছে গ্রিটিংস কার্ড দেওয়ার চল৷ শারদ শুভেচ্ছা হোক বা বিজয়ার শুভকামনা, কিংবা নতুন বছরের শুভেচ্ছা৷ অভিবাদন কিংবা প্রীতিসম্ভাষণ জানানোর রেওয়াজ আজও বহাল ষোলো আনাই৷ কিন্তু, মাধ্যম বদলে গিয়েছে৷ মোটা কাগজের জায়গা নিয়েছে ডিজিটাল কার্ড৷ ফলে চাহিদাই হোক বা সরবরাহ, সবের নিরিখেই সাবেক গ্রিটিংস কার্ডের অস্তিত্ব বিপন্ন৷ কালের তাগিদে হোয়াটসঅ্যাপ এখন তার স্থান নিয়ে নেওয়ায় বাজার থেকেই কার্যত গায়েব হয়ে গিয়েছে পুজোর গ্রিটিংস কার্ড৷ পাটিগণিতের নিয়মেই ধুঁকছে গ্রিটিংস কার্ডের বাজার৷ চিনাবাজার আর ক্যানিং স্ট্রিটে যে হাতেগোনা কার্ড বিক্রেতা এখনও রয়েছেন, তাঁরাও আজকাল পসরা সাজান স্রেফ কর্পোরেট খদ্দেরের অপেক্ষায়৷ মূলত, গ্রিটিংস কার্ডের চল ফেরাতে ও পড়ুয়াদের মধ্যে উৎসাহ বাড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর৷

অন্যদিকে, পড়ুয়াদের হাতে আঁকা বিশাল একটি গ্রিটিংস কার্ড তুলে দেওয়া হবে মুখ্যমন্ত্রীর হাতে৷ উল্টোডাঙার অরবিন্দ সেতুর কাছে অবস্থিত বিবেকানন্দ ক্লাব এলাকার পড়ুয়াদের হাতে আঁকা গ্রিটিংস মু্খ্যমন্ত্রীর কাছে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে৷ সুবিশাল গ্রিটিংস কার্ডর দৈর্ঘ্যে ৫ ফুট এবং প্রস্থে ৪ ফুট। রং-তুলি দিয়ে কার্ডে ফুটিয়ে তোলা হয়েছে রাজ্য সরকারের প্রকল্পের ছবি। থাকছে কন্যাশ্রী, রূপশ্রী, সবুজসাথী সহ নানান প্রকল্পের চিত্র৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *