কলেজে ভর্তির ‘দুর্নীতি’ রুখতে বড় পদক্ষেপ শিক্ষামন্ত্রীর

কলকাতা: কলেজে ভর্তি দুর্নীতি রুখতে বড় পদক্ষেপ শিক্ষামন্ত্রীর৷ এবার থেকে কলেজে ভর্তির জন্য প্রার্থীদের আর হাজির থাকতে হবে না৷ অনলাইনেই করা যাবে অবেদন৷ ওই আবেদনের ভিত্তিতে পরে পড়ুয়ারা নথি জমা দিতে পারবেন৷ আজ, মঙ্গলবার এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের৷ কলেজে ভর্তি প্রক্রিয়ায় বদল নিয়ে বেশ কিছু পদক্ষেপ নেবে রাজ্য শিক্ষাদপ্তর, তার ইঙ্গিত আগেই দিয়ে রেখেছিলেন

কলেজে ভর্তির ‘দুর্নীতি’ রুখতে বড় পদক্ষেপ শিক্ষামন্ত্রীর

কলকাতা: কলেজে ভর্তি দুর্নীতি রুখতে বড় পদক্ষেপ শিক্ষামন্ত্রীর৷ এবার থেকে কলেজে ভর্তির জন্য প্রার্থীদের আর হাজির থাকতে হবে না৷ অনলাইনেই করা যাবে অবেদন৷ ওই আবেদনের ভিত্তিতে পরে পড়ুয়ারা নথি জমা দিতে পারবেন৷ আজ, মঙ্গলবার এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের৷

কলেজে ভর্তি প্রক্রিয়ায় বদল নিয়ে বেশ কিছু পদক্ষেপ নেবে রাজ্য শিক্ষাদপ্তর, তার ইঙ্গিত আগেই দিয়ে রেখেছিলেন শিক্ষামন্ত্রী৷ কেননা, গতবছর একের পর এক কলেজে তোলাবাজির জেরে বেশ অস্বস্তিতে পড়ে যায় রাজ্য সরকার৷ প্রতিটি ঘটনাতেই শাসকদলের ছাত্র সংগঠনের নেতাদের নাম জড়িয়ে যায়৷ একাধিক গ্রেপ্তারও হয়৷ কিন্তু অনলাইনে ফর্ম ও টাকা জমা দেওয়ার ব্যবস্থা থাকলেও তৈরি হয় সমস্যা৷ একাধিক কলেজে ফর্ম তো অনলাইনেই জমা হয়৷ কিন্তু টাকা জমা ব্যাঙ্কে হলেও, একটি চালানের প্রতিলিপ সহ সংশ্লিষ্ট পড়ুয়ার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও নথি নিয়ে কলেজে যেতে হয় ভেরিফিকেশনের জন্য৷  যার পোশাকি নাম কাউন্সেলিং৷ এই সময়তেই মূল সমস্যা হয়৷ গত বার যেমন বহু কলেজেই কাউন্সেলিংয়ে আসা পড়ুয়ারা বাধাপ্রাপ্ত হয়েছেন৷ বহিরাগতরা কিছু পড়ুয়াকে আটকে তাঁদের থেকে মোটা টাকা দাবি করেন৷ মূলত এই সমস্যা মেটাতে গোটা প্রক্রিয়াটিই এবার অনলাইনে করাতে চাইছে রাজ্য শিক্ষাদপ্তর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − fourteen =