ন্যাক-এর অনুমোদন পেতে কোমর বাঁধল শিক্ষা দপ্তর

কলকাতা: ন্যাশনাল অ্যাক্রেডিটেশন অ্যান্ড অ্যাসেসমেন্ট কাউন্সিল (ন্যাক)-এর কাজ তদারিক করতে রাজ্যস্তরে কমিটি গঠন করার সংস্থান রয়েছে আইনে। কিন্তু এতদিন সেই কাজ হয়নি বলেই শিক্ষা দপ্তর সূত্রে খবর। এবার ন্যাকেরই দু’টি রাজ্যস্তরের কমিটি তৈরি করার তোড়জোড় শুরু করল শিক্ষা দপ্তর। কমিটি দু’টির নাম হল ‘স্টেট লেভেল কোয়ালিটি অ্যাসিওরেন্স কো-অর্ডিনেশন কমিটি’ (এসএলকিউএসিসি) এবং ‘স্টেট কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল’

ন্যাক-এর অনুমোদন পেতে কোমর বাঁধল শিক্ষা দপ্তর

কলকাতা: ন্যাশনাল অ্যাক্রেডিটেশন অ্যান্ড অ্যাসেসমেন্ট কাউন্সিল (ন্যাক)-এর কাজ তদারিক করতে রাজ্যস্তরে কমিটি গঠন করার সংস্থান রয়েছে আইনে। কিন্তু এতদিন সেই কাজ হয়নি বলেই শিক্ষা দপ্তর সূত্রে খবর। এবার ন্যাকেরই দু’টি রাজ্যস্তরের কমিটি তৈরি করার তোড়জোড় শুরু করল শিক্ষা দপ্তর। কমিটি দু’টির নাম হল ‘স্টেট লেভেল কোয়ালিটি অ্যাসিওরেন্স কো-অর্ডিনেশন কমিটি’ (এসএলকিউএসিসি) এবং ‘স্টেট কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল’ (এসকিউএসি)। কোনও কলেজের মান যাতে ন্যাকের রূপরেখা মেনে উন্নত করা যায়, তা নিয়ে কাজ করবে এই দুই কমিটি।

উচ্চশিক্ষা দপ্তর সূত্রে খবর, প্রতিটি কলেজ যাতে ন্যাক অনুমোদিত হয়, তার জন্য নানা সময় কর্মশালা করা হচ্ছে। এখনও রাজ্যের প্রায় ২০০ কলেজ এবং ১০টি বিশ্ববিদ্যালয় ন্যাক অনুমোদিত নয়। দেশের সমস্ত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মূল্যায়ন যাতে ন্যাক করে, তার জন্য বারবার জোর দেওয়া হয়েছে। কিন্তু এর জন্য রাজ্যস্তরে একটি কমিটি প্রয়োজন, যারা ন্যাকের সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে পারবে। তার জন্যই এই দুই কমিটি গঠন করার কথা বলেছিল ন্যাক। এবার সেই কমিটি গঠনের প্রক্রিয়াও শুরু করল উচ্চ শিক্ষা দপ্তর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *