বড় নির্দেশ আদালতের, চরম স্বস্তি পেল শাহরুখপুত্র

বড় নির্দেশ আদালতের, চরম স্বস্তি পেল শাহরুখপুত্র

মুম্বই: ২০২১ সালের অক্টোবর মাসের প্রথম দিকে মুম্বইয়ের এক প্রমোদতরীতে আয়োজিত পার্টিতে হানা দেয় এনসিবি। সেই সময় এনসিবির মুম্বই জোনের প্রধান ছিলেন সমীর। ওই পার্টি থেকে গ্রেফতার করা হয় শাহরুখপুত্র সহ আরও বেশ কয়েক জনকে। তবে পরে সমীরের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির মতো গুরুতর অভিযোগ ওঠে। শেষে মামলা থেকে বেকসুর খালাস হয়ে যান আরিয়ান খান। কিন্তু পাসপোর্ট জমা ছিল তাঁর। দিন কয়েক আগে সেই পাসপোর্ট ফিরে পেতেই আদালতে আবেদন করেছিলেন আরিয়ান। সেই আবেদনে সাড়া মিলল।

আরও পড়ুন-   ব্রা-এর বদলে বেদানা দিয়ে স্তন ঢাকলেন এশা! বিকিনি লুকে ফের ঝড় তুললেন অভিনেত্রী! 

শাহরুখপুত্রকে তাঁর পাসপোর্ট ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে বিশেষ এনডিপিএস আদালত। এদিকে এনসিবি এই নির্দেশের কোনও বিরোধিতা করেনি কারণ কোনও প্রমাণ মেলেনি তাঁর বিরুদ্ধে। উলটে তাঁরা জানিয়েছে যে, আরিয়ানের বিরুদ্ধে তদন্তের আর কিছু নেই। তাই পাসপোর্ট ফেরত দেওয়াই যেতে পারে তাঁকে। তাই আদালতের নির্দেশে যে আরিয়ান বিরাট স্বস্তি পেলেন তা বলা যায়। উল্লেখ্য, মুম্বইয়ের মাদক মামলার তদন্তের দায়িত্বের থাকা প্রাক্তন এনসিবি অফিসার সমীর ওয়াংখেড়েকে আগেই বদলি করা হয়েছে চেন্নাইয়ে।

জানা যায় সেই সময় তিনি যে সমস্ত অনুসন্ধান চালিয়েছিলেন সেগুলোর কোনও ভিডিওগ্রাফি করা হয়নি। এমনকি আরিয়ান খানের ফোনের যে চ্যাটকে বিষয়বস্তু করে তাঁকে গ্রেফতার এবং একাধিকবার জেরা করা হয়েছিল সেই বিষয়বস্তু বিশ্লেষণেও বেশ কিছু ত্রুটি লক্ষ্য করা গিয়েছিল পরবর্তীকালে। মূলত সেই সমস্ত কারণেই আরিয়ান খানকে এই মামলা থেকে মুক্তি দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 4 =