অমিতাভকে ‘ভারতরত্ন’ দেওয়ার দাবি মমতার, ‘বাদশা’কে নিয়ে বললেন এই কথা

অমিতাভকে ‘ভারতরত্ন’ দেওয়ার দাবি মমতার, ‘বাদশা’কে নিয়ে বললেন এই কথা

কলকাতা: ২৮ তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধন ছিল বৃহস্পতিবার। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিগ বি অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান, সৌরভ গঙ্গোপাধ্যায়, মহেশ ভাট , রানি মুখোপাধ্যায়, শত্রুঘ্ন সিনহা, কুমার শানু এবং অরিজিৎ সিংয়ের মতো তারকারা। আর এই মঞ্চ থেকেই অমিতাভের জন্য বড় দাবি তুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, তাঁকে ‘ভারতরত্ন’ দেওয়া হোক। আর বলিউড বাদশা শাহরুখ খানকে ভাই বলে সম্বোধন করলেন তিনি।

আরও পড়ুন- বিকিনিতে উন্মুক্ত ক্লিভিজ! ডাবের জলে চুমুক দিয়ে সাগরপাড়ের উষ্ণতা বাড়ালেন জাহ্নবী

এদিন মমতা ‘কিফ’-এর মঞ্চ থেকে বলেন, ভারতীয় চলচ্চিত্রে অমিতাভ বচ্চনের অবদান অশেষ। তিনি দাবি জানাচ্ছেন যাতে ওঁনাকে ভারতরত্ন দেওয়া যায়। উনি এই সম্মানের যোগ্য। এমনই মন্তব্য ছিল মুখ্যমন্ত্রীর। পাশাপাশি তিনি শাহরুখ সম্পর্কে এও জানান, তিনি মনে করেন শাহরুখ তাঁর নিজের ভাই। এর আগে অনেকবার তাঁর জন্য রাখি পাঠিয়েছেন তিনি। এও মনে করিয়ে দেন যে, বাংলার সঙ্গে শাহরুখের কতটা বিশেষ সম্পর্ক। বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডার বলেই তো সব কাজ ফেলে ছবি উৎসবে যোগ দিতে বারবার কলকাতায় ছুটে আসেন তিনি।

এদিন চলচ্চিত্র উৎসবের সূচনা হয় অমিতাভ বচ্চন এবং অরিজিৎ সিংয়ের গান দিয়ে। মঞ্চে নৃত্য পরিবেশন করেন ডোনা গঙ্গোপাধ্যায় এবং তাঁর দল। উপস্থিত ছিলেন টলিউড তারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, রঞ্জিত মল্লিক, ঋতুপর্ণা সেনগুপ্ত, কোয়েল মল্লিক সহ প্রায় গোটা টলিপাড়া৷ প্রদীপ জ্বালিয়ে ২০২২ সালের চলচ্চিত্র উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন অমিতাভ বচ্চন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *