না ফেরার দেশে ‘হ্যাগরিড’, প্রয়াত স্কটিশ অভিনেতা

না ফেরার দেশে ‘হ্যাগরিড’, প্রয়াত স্কটিশ অভিনেতা

এডিনবার্গ: তাঁর নাম রবি কোলট্র্যান। কিন্তু আপামর দুনিয়া তাঁকে চেনে ‘হ্যাগরিড’ হিসেবেই। বিখ্যাত হ্যারি পটার সিরিজে এই চরিত্রেই অভিনয় করে জগত বিখ্যাত তিনি। সেই অভিনেতা চলে গেলেন না ফেরার দেশে। শুক্রবার মাঝরাতে প্রয়াত হন তিনি। স্কটল্যাণ্ডের ফালকির্কের কাছে একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই অভিনেতা। মৃত্যু কালে বয়স হয়েছিল ৭২ বছর।

আরও পড়ুন- হিজাবের বিরোধিতায় পোশাক খুলে নগ্ন হলেন ইরানি অভিনেত্রী এলনাজ, ভিডিয়ো পোস্ট ইনস্টাগ্রামে

১৯৫০ সালে দক্ষিণ ল্যাঙ্কাশায়ারে জন্মগ্রহণ করেছিলেন রবি। বাবা ছিলেন একজন শিক্ষক এবং মা পিয়ানোবাদক। ১৯৭৯ সালে টেলিভিশন থেকেই রবির অভিনয় যাত্রার শুরু হয়। কিছু বছর পর কমেডি সিরিজ ‘আলফ্রেসকো’ এবং ‘টুটি ফ্রুটি’ নামক সিরিজে মুখ্য চরিত্রে অভিনয় করে নিজের খ্যাতি বাড়ান তিনি। ১৯৯৪ থেকে ১৯৯৬ সালের মধ্যে তিনটি ‘বাফটা’ পুরষ্কার চলে আসে তাঁর ঝুলিতে। যদিও এসবের পরেই বিশ্ব তাঁকে চেনে শুধু ‘হোগওয়ার্ডসের হ্যাগরিড’ হিসেবেই। জে কে রাউলিং-এর হ্যারি পটার ফ্র্যাঞ্চাইজিতে ‘হ্যাগরিড’ চরিত্র তাঁকে অমর করে দিয়েছে।

জানা গিয়েছে, দীর্ঘ দিন ধরে তিনি শারীরিক সমস্যায় ভুগছিলেন। কিন্তু ঠিক কী কারণে অভিনেতার মৃত্যু হয়েছে তা স্পষ্ট করা হয়নি। শুধুমাত্র অভিনেতার এজেন্ট বেলিন্দা রাইট সংবাদমাধ্যমকে এই খবর জানান। রবির প্রয়াণে একটা যুগের অবসান ঘটল বলাই যায়। যারা ছোটবেলা থেকে ‘হ্যারি পটার’ দেখে আসছেন তাদেরও ছোটবেলার একটা অধ্যায় শেষ হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *