তল্লাশি চালিয়ে মাদক উদ্ধার, বাড়ি থেকে গ্রেফতার বলিউড অভিনেতা

তল্লাশি চালিয়ে মাদক উদ্ধার, বাড়ি থেকে গ্রেফতার বলিউড অভিনেতা

মুম্বই: বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরে মাদক চক্র নিয়ে ব্যাপক তোলপাড় শুরু হয়েছিল টিনসেল টাউনে। একে একে স্বনামধন্য অনেক সেলিব্রেটিকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং অনেকেরই নাম সামনে এসেছিল তখন। এবার সেই মাদকচক্রের গ্রেফতার হলেন বলিউড অভিনেতা আরমান কোহলি। গতকাল তার বাড়িতে তল্লাশি চালিয়ে মাদক উদ্ধার করেছিল কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রক সংস্থা বা এনসিবি। সেই প্রেক্ষিতেই আজ তাকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, মাদক আইনে আপাতত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অভিনেতাকে।

শনিবার তার বাড়িতে আচমকাই পৌঁছে যায় তদন্তকারী সংস্থা এবং তল্লাশি চালানো হয়। তারপর তার বাড়ি থেকে মেলে মাদক। আরি মাদক রাখার অভিযোগে গ্রেফতার হলেন তিনি। গ্রেফতার করার আগে প্রায় ১২ ঘণ্টা জেরা করা হয় অভিনেতা আরমান কোহলিকে। পরবর্তী ক্ষেত্রে তাকে গ্রেফতার করা হয়েছে। গোয়েন্দা সূত্রে খবর, মাদকচক্রের তদন্তে গোয়েন্দারা যে প্রশ্ন তাকে করেছিলেন সেই প্রশ্নের যথাযথ উত্তর দিতে পারেননি অভিনেতা। তারপরেই সন্দেহ বৃদ্ধি হওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। মুম্বইয়ের ব্রাক পাচার চক্রের হদিশ পাওয়ার জন্য বিগত কয়েক মাস ধরেই তদন্ত চালাচ্ছে এনসিবিল এবং তাতেই বেশ কয়েক জন গ্রেফতার হওয়ার পর তাদের জিজ্ঞাসাবাদ করে আরমানের নাম সামনে এসেছিল। এর পরেই তাঁর বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে অভিনেতাকে গ্রেফতার করা হয়েছে।

Armaan Kohli brought to NCB office after small amount of drugs found at his  house in Mumbai - Movies News

আরও পড়ুন- অ্যাপ ক্যাপ বুক করে টোপ, চালককে মারধর করে গাড়ি ছিনতাই, গ্রেফতার ৬

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর টেলিভিশন এবং সিনেমা জগতের অনেকেই জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়েছিলেন মাদকচক্রের জন্য। সুপারস্টার অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকেও জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হয়েছিল। এছাড়া নেটিজেনরা নিশানা করেছিল করণ জহর থেকে শুরু করে সলমন খান সহ আরো অনেক বড় অভিনেতাকে। যদিও সেই মৃত্যুর তদন্ত এখনো চলছে এবং তা নিয়ে রহস্য এখনো বর্তমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 2 =