না ফেরার দেশে এই বলি অভিনেতা, শোকের ছায়া টিনসেল টাউনে

না ফেরার দেশে এই বলি অভিনেতা, শোকের ছায়া টিনসেল টাউনে

মুম্বই: প্রয়াত জনপ্রিয় অভিনেতা মিথিলেশ চতুর্বেদী। হার্টের সমস্যায় দীর্ঘদিন ধরেই ভুগছিলেন অভিনেতা। কিছু দিন আগে হার্ট অ্যাটাক হয় তাঁর এবং তারপরেই নিজের শহর লখনউ চলে যান চিকিৎসার জন্য। তবে স্বাস্থ্যের অবনতি হওয়ায় মুম্বইয়ে আনা হয় তাঁকে। কোকিলাবেন হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

আরও পড়ুন: আতস কাঁচের তুলিতে সূর্যের রং মাখিয়ে ছবি আঁকেন এই শিল্পী!

নামে এই অভিনেতাকে আপনি না চিনলেও কাজে ঠিকই চিনবেন। সানি দেওল থেকে শুরু করে ঋত্তিক রোশন, সলমন খান, শাহিদ কাপুর, রণবীর কাপুর সকলের সঙ্গেই অভিনয় করেছেন তিনি। ‘গদর এক প্রেম কথা’, ‘কোই মিল গায়া’, আজব প্রেম কি গজব কাহানী সহ একাধিক ছবিতে তিনি অভিনয় করেছেন। রুপোলি পর্দায় কাজ করলেও নিয়মিত থিয়েটারের সঙ্গেও যুক্ত ছিলেন মিথিলেশ। তবে শেষ পর্যন্ত শারীরিক অসুস্থতার কাছে হার মানলেন তিনি। তাঁর এই মৃত্যুতে শোকের ছায়া বলি পাড়ায়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 − three =