হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘বিগ বস’ জয়ী অভিনেতা সিদ্ধার্থ শুক্লা

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘বিগ বস’ জয়ী অভিনেতা সিদ্ধার্থ শুক্লা

মুম্বই:  মাত্র ৪০ বছরেই ফুরিয়ে গেল তাজা প্রাণ৷ হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন অভিনেতা সিদ্ধার্থ শুক্লা। বৃহস্পতিবার মুম্বইয়ের কুপার হাসপাতাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।  জানা গিয়েছে, গতকাল রাতে একটি ঘুমের ওষুধ খেয়েছিলেন সিদ্ধার্থ৷ সেই ঘুম আর ভাঙল না৷ 

আরও পড়ুন- কৌন বনেগা ক্রোড়পতি হলেন দৃষ্টিহীন শিক্ষিকা

siddharth

বিগ বস ১৩ সিজেনের সেরার সেরা শিরোপা পেয়েছি সিদ্ধার্থ। হিন্দি টেলি ধারাবাহিকের জনপ্রিয় মুখ সিদ্ধার্থ অভিনয় করেছিলেন বেশ কিছু সিনেমাতেও৷ ২০০৮ সালে ‘বাবুল কা আঙ্গান ছুটে না’ ধারাবাহিক দিয়ে অভিনয় জগতে তাঁর আবির্ভাব৷ বালিকা বধূ ধারাবাহিকে তিনি পরিচিত ছিলেন শিবরাজ হিসাবে৷ তাঁকে দেখা গিয়েছিল আনন্দীর (প্রত্যুষা বন্দ্যোপাধ্যায় অভিনীত চরিত্র) দ্বিতীয় স্বামীর ভূমিকায়৷ এই ধারাবাহিক থেকই তাঁর উত্থান৷

সিদ্ধার্থ

২০১৪ সালে ‘হাম্পটি শর্মাকে দুলহানিয়া’তে আলিয়া ভাট ও বরুণ ধাওয়ানের সঙ্গে অভিনয় করেন তিনি৷ ‘ব্রোকেন বাট বিউটিফুল’ ওয়েব সিরিজেও অভিনয় করেছিলেন সিদ্ধার্থ৷ তাঁকে দেখা গিয়েছিল ‘সাবধান ইন্ডিয়া’ এবং ‘ইন্ডিয়াজ গট ট্যালেন্ট’ -এর মতো রিয়্যালিটি শো-এর সঞ্চালকের ভূমিকায়৷ ২০১৯ সালে বিগ বসে’র ঘর থেকে জিতে বেরিয়েছিলেন সিদ্ধার্থ৷ সেই সময় চর্চার কেন্দ্রে ছিলেন তিনি৷  
 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + three =