ধনতেরসে শিবানিকে আদর ভরা টিকা ফারহানের, শুভেচ্ছা দীপাবলির

ধনতেরসে শিবানিকে আদর ভরা টিকা ফারহানের, শুভেচ্ছা দীপাবলির

মুম্বই: অধুনা ভবানীর সঙ্গে সম্পর্কে ইতি পড়েছে বেশ কয়েক বছর আগেই৷ আপাতত শিবানি দাণ্ডেকরের সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি৷ নিজেদের সম্পর্ক নিয়ে বরাবরই খুল্লাম খুল্লা ফারহান আখতার৷ একে অপরের সঙ্গে কাটানো মিষ্টি মুহূর্তের ছবি তিনি হামেশাই শেয়ার করে নেনে ভক্তদের সঙ্গে৷ সম্প্রতি ফারহানের বিজনেস পার্টনার রীতেশ সিদ্ধওয়ানির ধনতেরসের পুজোয় শিবানিকে নিয়ে উপস্থিত হয়েছিলেন ফারহান আফতার৷ সেই ছবি এখন ভাইরাল৷ 

আরও পড়ুন- ‘কৌন বনেগা ক্রোড়পতি’-তে মঞ্চে ক্যাটরিনার প্রশ্ন শুনে হতবাক বিগ বি’ 

শিবানির সঙ্গে ২ বছরের সম্পর্ক ফারহানের৷ একে অপরের প্রতি ভালোবাসা উজার করতে তাঁরা কখনই পিছপা হন না৷ সম্প্রতি তিনি শেয়ার করেছেন পুজোর ছবি৷ছবিতে সাদা পাজামা আর আকাশি পাঞ্জাবিতে দেখা গিয়েছে ‘ভাগ মিলখা ভাগ’ ছবির তারকাকে৷ 

farhan

শিবানি আর ফারহানের সম্পর্ক মেনে নিয়েছেন নিয়েছেন বাবা জাভেদ আখতার আর মা শাবানা আজমি। এক সাক্ষাৎকারে জাভেদ একবার বলেছিলেন, ‘শিবানি খুব মিষ্টি মেয়ে’। যদিও ছেলে ফারহানের সঙ্গে তাঁর বিয়ে নিয়ে রা কাড়েননি তিনি। শিবানি আর ফারহান আপাতত একসঙ্গেই থাকেন৷ বিয়ে নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত না নিলেও, বিয়ে করার যে ইচ্ছে আছে, তা তাঁদের কথাতেই স্পষ্ট৷
 

হেয়ারস্টাইলিস্ট অধুনা ভবানির সঙ্গে ফারহানের বিয়ে হয়েছিল ২০০০ সালে৷ ২০১৭ সালে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। অধুনা ছিলেন ফারহানের চেয়ে বয়সে বড়৷ বিচ্ছেদের পর ফারহানের জীবনে আসেন শিবানি৷  এদিন দিওয়ালির শুভেচ্ছা জানাতে একই ছবি শেয়ার করেছেন ফারহানের বান্ধবীও। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘মিষ্টি, হাসি আর স্মৃতিতে ভরা এক উৎসব… সবাইকে দিওয়ালির শুভেচ্ছা আমার ফারহানের সাথে।’
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × two =