শেষবার বড় পর্দায় আত্মপ্রকাশ হয়েছিল ‘জিরো’-এর হাত ধরে। বছরটা ২০১৮। এরপর দীর্ঘ চার বছর বড় পর্দায় আর দেখা মেলেনি কিং খানের। এমনকি করোনাকালে প্রিয় দর্শকদের বিনোদন জোগাতে যখন ওটিটি প্ল্যাটফর্মে আত্মপ্রকাশ করেছিলেন বলিউডের একের পর এক জনপ্রিয় অভিনেতা, তখনও ‘নিখোঁজ’ বলিউড বাদশা কিং খান। ফলে অনেকেই ধরে নিয়েছিলেন মন্দার বাজার চলছে শাহরুখের। আবার অনেককে এমনটাও বলতে শোনা গিয়েছিল যে, বলিউডের আজকালকার হিরোদের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছেন না কিং খান। তাই আর পর্দায় তাঁকে দেখা যাচ্ছে না। কিন্তু কথায় আছে পুরনো চাল ভাতে বাড়ে। আর সেই প্রবাদবাক্যকেই সত্যি প্রমাণিত করে ২০২৩-এ একটা নয় দুটো নয় বরং তিন-তিনটে ছবির হাত ধরে বড়পর্দায় কামব্যাক করছেন বলিউড বাদশা শাহরুখ খান। এর আগেই জানা গিয়েছিল ২০২৩ সালে মুক্তি পেতে চলেছে শাহরুখ খানের ডাঙ্কি এবং পাঠান। কিন্তু শুক্রবার সকালেই শাহরুখ খান তাঁর ভক্ত-অনুরাগীদের দিলেন বড়সড় চমক। এদিন সকালেই মুক্তি পেল তাঁর আরও একটি পরবর্তী সিনেমা ‘জাওয়ান’-এর ঝলক। জানা যাচ্ছে ডাঙ্কি পাঠানের মত জাওয়ান সিনেমাও মুক্তি পেতে চলেছে ২০২৩ সালে। অর্থাৎ ভক্ত-অনুরাগীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ২০২৩ সালে হ্যাটট্রিকের মাধ্যমে বড় পর্দায় কামব্যাক করছেন শাহরুখ খান।
চলতি বছরের শুরুতেই জানা যায় ডাঙ্কি এবং পাঠান মুক্তি পেতে চলেছে ২০২৩ সালে। সব ঠিক থাকলে ২০২৩-এর প্রজাতন্ত্র দিবস অর্থাৎ ২৬ জানুয়ারি মুক্তি পেতে পারে শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোন অভিনীত এই সিনেমাটি। ইতিমধ্যেই সিনেমার শুটিংয়ের কাজ শেষ হয়েছে বলে খবর। অন্যদিকে শাহরুখের ওপর একটি সিনেমার ডাঙ্কির কাজও চলছে জোরকদমে। পাঠানের পরেই শাহরুখ খান অভিনীত এই সিনেমাটি মুক্তি পাচ্ছে ২০২৩ সালে। কিং খানের এই জোড়া ধামাকাকে কেন্দ্র করে ইতিমধ্যেই উচ্ছ্বসিত দর্শক। এবার তার মধ্যেই সামনে এল জওয়ানের ঝলক। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় এই ছবির কথা ঘোষণা করল শাহরুখ খানের প্রযোজনা সংস্থা রেড চিলিস এন্টারটেনমেন্ট। সিনেমাটি পরিচালনা করছেন দক্ষিণী পরিচালক অ্যাটর্নি কুমার। তবে ২০২৩ সালের কোন মাসে এই সিনেমাটি মুক্তি পেতে চলেছে তা এখনও স্পষ্ট নয়।
উল্লেখ্য, ২০১৮ সালে বড় পর্দায় শেষবার কিং খানকে দেখা গিয়েছিল জিরো সিনেমাতে। এই সিনেমা নিয়ে দর্শকদের একাংশ উচ্ছ্বসিত থাকলেও বলিউডে তেমন একটা সাড়া ফেলতে পারেনি ‘জিরো’। এরপর দীর্ঘ চার বছর কোনও সিনেমাতেই আর দেখা যায়নি শাহরুখ খানকে। কেন কোনও সিনেমায় কাজ করছেন না সেই নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন ছিল কিং খানের অনুরাগীদের একাংশ। কিন্তু তাদের যাবতীয় উদ্বেগ দুশ্চিন্তার অবসান ঘটে পরপর তিনটি সিনেমার হাত ধরে ২০২৩ সালে হ্যাটট্রিক কামব্যাক করতে চলেছেন বলিউড বাদশা।