রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মাঝে মিয়া খলিফার টুইটে তোলপাড়, আপত্তিকর জিনিস শেখাচ্ছে পর্ন তারকা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মাঝে মিয়া খলিফার টুইটে তোলপাড়, আপত্তিকর জিনিস শেখাচ্ছে পর্ন তারকা

নয়াদিল্লি:  পর্ন ছবিতে অভিনয় করেছিলেন মাত্র তিন মাস৷ ওইটুকু সময়ের মধ্যেই যাবতীয় খ্যাতি-কুখ্যাতি কুড়িয়ে নিয়েছিলেন মিয়া খলিফা৷ পর্ন ইন্ডাস্ট্রি ছাড়লেও, সেই রেশ এখনও ফুরোয়নি৷  নীল ছবির দুনিয়াকে বিদায় জানালেও সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় প্রাক্তন পর্ন তারকা৷  সেখানে প্রতিদিনই নিজের বোল্ড ছবি পোস্ট করে থাকেন তিনি। সারা বিশ্বে ঘটে যাওয়া নানা ঘটনায় নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতেও পিছু হটেন না৷ কিন্তু এটা কি করলেন?  ইউক্রেন-রাশিয়া যুদ্ধের মাঝে এমন একটি টুইট করলেন মিয়া, যা দেখে সক্কলে একেবারে হতবাক৷ এ নিয়ে সমালোচনাও হল বিস্তর৷ 

আরও পড়ুন- সারা শরীর জুড়ে উষ্ণ চুম্বন, ‘সমকামী’ নয়নার উন্মুক্ত শরীরে উষ্ণতার ঝড়

টুইটারে বেশ সক্রিয় প্রাক্তন এই পর্ন তারকা৷ মাইক্রোব্লগিং সাইটে ৪২ লক্ষের বেশি ফলোয়ার্স রয়েছে তাঁর৷ শনিবার নিজের টুইটার অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন মিয়া৷ না, এটা তাঁর কোনও হট ছবি নয়৷ বরং এটি একটি গ্রাফিক্স৷ যেখানে পেট্রোল বোমা (মলোটভ ককটেল) তৈরির পদ্ধতি বলা হয়েছে। এই ছবির সঙ্গে কোনও ক্যাপশন লেখেননি মিয়া খলিফা। প্রাক্তন পর্ন তারকার এই টুইটে দ্বিবিভক্ত তাঁর ভক্তরাও৷ একজন লিখেছেন,  ‘আমি এর নেপথ্য কারণ বুঝতে পারছি৷ তবে দয়া করে এটি সরিয়ে ফেলুন৷  টুইটার ইউজারদের এটা জানার প্রয়োজন নেই যে কীভাবে মোলোটভ তৈরি করতে হয়৷’ আবার মিয়ার এক অন্ধ ভক্ত তাঁকে সমর্থন করে লিখেছেন, ‘‘মধ্য ইউরোপে যুদ্ধ চলছে। ফ্যাসিবাদী রাষ্ট্রের সেনাবাহিনীর হাতে মানুষ খুন হচ্ছে। মিয়া শুধু একটি ছবি শেয়ার করেছেন, এটা কোনও গোপন তথ্য নয়। আপনি যে কোনও দোকানে মোলোটভ তৈরির উপাদান পাবেন এবং এটি কীভাবে তৈরি করবেন তার তথ্যও সর্বত্র দেওয়া রয়েছে।’’

উল্লেখ্য, ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে দেশের জনগণকে মোলোটভ ককটেল তৈরি করতে বলা হয়েছে। একটি সাম্প্রতিক টুইটে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে বলা হয়, ‘ওবোলনে আমরা নাগরিকদের সামরিক সরঞ্জামের গতিবিধি সম্পর্কে অবহিত করতে বলি। সকলে মলোটভ  ককটেল তৈরি করুন এবং রুশহানাদারদের উপর তা নিরপেক্ষ করুন। সবাই সাবধানে থাকবেন এবং ঘর থেকে বার হবেন না।’’ এরই মাঝে মিয়ার এই পোস্ট ঘিরে চাঞ্চল্য৷ 

মিয়া কিন্তু ক্রমাগত ইউক্রেন-রাশিয়া বিরোধ সম্পর্কিত ভিডিও, ছবি এবং টুইট রিটুইট করে চলেছেন। তিনি একটি ভিডিয়োও শেয়ার করেছেন, যেখানে একটি রাশিয়ান ট্যাঙ্ক রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি গাড়িকে পিষে দেয়৷ দাবি, ইচ্ছাকৃতভাবে একজন সাধারণ নাগরিকের গাড়িকে এই ভাবে পিষে দেওয়া হয়েছে।