ওমা! এত বড় স্তনবৃন্ত নিকের? ছবি ফাঁস হতে কী করলেন প্রিয়াঙ্কা?

ওমা! এত বড় স্তনবৃন্ত নিকের? ছবি ফাঁস হতে কী করলেন প্রিয়াঙ্কা?

লস অ্যাঞ্জেলস:  মার্কিন পপ তারকা নিক জোনাসের সঙ্গে গাঁটছড়া বেঁধে আপাতত লস অ্যাঞ্জেলসেই সংসার পেতেছেন দেশি গার্ল৷ তাঁদের দাম্পত্য নিয়ে সরগরম পেজ থ্রি৷ এরই মধ্যে সোমবার জোড় গুজন, নিক জোনাসের সঙ্গে নাকি ঘর ভাঙতে চলেছে পিগি চপসের৷ তবে এটা যে সম্পূর্ণ ভুয়ো খবর, তা নিজেই জানিয়ে দিয়েছেন নিক৷ জল্পনায় মাঝেই ফের অন্তরঙ্গ নিক-প্রিয়াঙ্কা৷ একে অপরকে ভালোবাসায় জড়িয়ে ‘থ্যাঙ্কস গিভিং ডে’-তে শুভেচ্ছা জানিয়েছেন হট কাপল৷ এরই মধ্যে এবার নয়া টুইস্ট৷ 

আরও পড়ুন- ফের ঘর ভাঙছে নুসরতের? সোশ্যাল মিডিয়া পোস্টে যশের সঙ্গে বিচ্ছেদের জল্পনা তুঙ্গে

নিক প্রিয়াঙ্কা

সম্প্রতি নিক জোনাসের একটি ছবি ফাঁস হয়েছে৷ সেই ছবি ফাঁস করেছেন খোদ তাঁর দাদা জো জোনাস৷ আর নিকের সেই ছবি দেখে হতবাক স্ত্রী প্রিয়াঙ্কা চোপড়া৷ ভাবছেন তো কী সেই ছবি? তাহলে খুলে বলা যাক৷ জো একটি শোয়ে নিকের খালি গায়ের ছবি ফাঁস করেছেন৷ যেখানে দেখা গিয়েছে নিকের বিগসাইজ স্তনবৃন্ত৷  এই ছবি দেখার পর হেসে খুন প্রিয়াঙ্কা৷ হাসির রোল ওঠে দর্শক মহলেও৷  ‘জোনাস ব্রাদার্স ফ্যামিলি রোস্ট’ অনুষ্ঠানে এই কাণ্ডটি ঘটেছে৷ এই শোয়ে একে অপরকে নিয়ে মশকরা আক্রমণ সবই চলছে৷

জো এদিন মজা করে বলেন, ‘ছোট থেকেই গম্ভীর নিক পরিবারের একজন সিরিয়াস সদস্য৷ ও ততটাই সিরিয়াস যতটা বড় ওঁর নিপল৷’ সেই সঙ্গে স্ক্রিনে ফুটে ওঠে মিম করা একটি ছবি৷ যা দেখে হেসে লুটোপুটি প্রিয়াঙ্কা৷ এদিকে নিক সঙ্গে সঙ্গে বলে ওঠেন, ‘ফেক, ফেক নিউজ৷ আমি এখনই প্রমাণ দিতে পারি যে আমার স্তনবৃন্ত এত বড় নয়৷’ দর্শকাসনে বসে দাদা ভাইয়ের এই খুনসুটি তখন দারুণ উপভোগ করেন দেশি গার্ল৷ জো বলেন, জানি না এটা মিম কিনা, কে করেছে৷ 

নিক

প্রসঙ্গত, ২০১৫ সালে নিক জোনাসের এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। যেখানে মার্কিন পপ তারকার স্তনবৃন্তের সাইজ নিয়ে তুমুল হইচই শুরু হয়৷ হ্যান্ডসাম গায়কের এত বড় নিপলস দেখেই চমকে উঠেছিল তাঁর অনুরাগীরা। সেই সময় অবশ্য নিক সাফ জানিয়ে দিয়েছিলেন, এই ছবিটা সম্পূর্ণ ভুঁয়ো৷ পুরোটাই ফোটোশপে করা৷ তিনি বলেছিলেন, জানি না কেন সবাই এটাকে সত্যি ভাবছে? আমার নিপলস খুবই নর্ম্যাল সাইজের। ‘জোনাস ব্রাদার্স ফ্যামিলি রোস্ট’ অনুষ্ঠানে সেই পুরনো ছবিই নতুন করে শোরোগোল ফেলেছে৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + 8 =