‘ঈশানকে স্তন্যপান করাচ্ছি, ডায়েট নিয়ে পরে ভাবব’, অকপট নুসরত

‘ঈশানকে স্তন্যপান করাচ্ছি, ডায়েট নিয়ে পরে ভাবব’, অকপট নুসরত

কলকাতা:  মা হওয়ার পর প্রথমবার সামনে এলেন নুসরত জাহান৷ বুধবার দক্ষিণ কলকাতার ভবানীপুরে একটি স্যালোঁর উদ্বোধনে এসেছিলেন তিনি৷ রুপোলি গাউনে সকলের নজর কেড়ে নেন নতুন মা৷ ছেলেকে সামলাতে দিন রাতের ঘুম উড়েছে তাঁর৷ সে কথা আগেই জানিয়ছিলেন৷ তবে ছোখে মুখে আনন্দের ছাপ৷ জানিয়ে দিলেন দারুণ ভাবে উপভোগ করছেন মাতৃত্বের স্বাদ৷ 

আরও পড়ুন- কৌন বনেগা ক্রোড়পতির সঞ্চালনার দায়িত্বে এবার সৌরভ?

নুসরত

এদিন স্বভাবতই প্রশ্ন উঠেছে সন্তানের পিতাকে নিয়ে৷ সে বিষয়েও হালকা ইঙ্গিত দিয়েছেন নুসরত৷ পাশাপাশি মা হওয়ার পরেও কী ভাবে ধরে রাখবেন লাস্যময়ী ফিগার, তার জবাবও দিয়েছেন তিনি৷ ছেলের বয়স মাত্র ১৪ দিন৷ ২৬ অগাস্ট কলকাতার একটি বেসরকারি হাসপাতালে সন্তানের জন্ম দেন সাংসদ অভিনেত্রী৷ জন্মাষ্টমীর শুভ দিনে ছেলে কোলে বাড়ি ফেরেন যশ-নুসরত৷ বন্ধু যশের কোলেই ছিল ছোট্ট ঈশান৷ প্রথম থেকেই নুসরত ও তাঁর সন্তানকে আগলে রেখেছেন যশ৷ এদিকে, ছেলের সঙ্গে প্রায় ২৪ ঘণ্টাই সময় কাটাচ্ছেন নায়িকা৷ এমনকী ছেলেকে স্তন্যপানও করাচ্ছেন তিনি৷ সামলাচ্ছেন যাবতীয় কাজ৷ 

yash

এই প্রথম ছেলেকে রেখে কাজে বেরলেন নুসরত৷ তাঁকে দেখতে উপচে পড়েছিল মানুষের ভিড়৷ তবে তাঁর টাইট ফিগার দেখে অনেকেই হতবাক৷ শরীরে নেই ফ্যাটের লেশমাত্র৷ ত্বক দিয়ে ঝরে পড়ছে জেল্লা৷ কী ভাবে নিজেকে ধরে রেখেছন তিনি? ডায়েটেই বা কী রেখেছেন? জবাব ছিল রীতিমতো চমকে দেওয়ার মতো৷ তিনি সাফ বলেন, আমি এখন অনেক বেশি চিন্তিত ঈশানের স্বাস্থ্য নিয়ে৷ নিজের ডায়েট নিয়ে ভাবার সময় নেই৷ 

nusrat

সাধারণত তারকারা সন্তান জন্মের পরেই নিজের শরীর নিয়ে ব্যস্ত হয়ে পড়েন৷ মন দেন ডায়েটে৷ সেক্ষেত্রে ব্যতিক্রমী নুসরত৷ তিনি বলেন, ছেলেকে নিজেই খাওয়াচ্ছি৷ ডায়েট নিয়ে পড়ে ভাবব৷ তবে খাওয়া দাওয়া নিয়ে কোনও অবহেলা করছেন না তিনি৷ তাঁর কথায়, নতুন মায়ের অনেক কিছু শেখার আছে৷ 

nusrat

এখনওই যে তিনি শ্যুটিংয়ে ফিরছেন না তাও জানিয়ে দিয়েছেন সাংসদ অভিনেত্রী৷ তিনি বলেন, এখন ঈশানের আমাকে প্রয়োজন রয়েছে৷ পাশাপাশি সাংসদ হিসাবেও কিছু দায়িত্ব রয়েছে৷ সে কারণেই কাজে ফিরেছেন৷ বাবা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘বাবা জানেন সন্তানের বাবা কে৷ বাবা-মা হিসাবে আমরা দারুণ সময় কাটাচ্ছি৷’’ স্পষ্ট করে না বললেও, সকলেই প্রায় বুঝে গিয়েছেন ঈশানের বাবা কে৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + eighteen =