‘RRR’-এর তুমুল সাফল্যের পরই চরম ব্যর্থতা! বক্স অফিসে টালমাটাল রাম চরণের ‘আচার্য’

‘RRR’-এর তুমুল সাফল্যের পরই চরম ব্যর্থতা! বক্স অফিসে টালমাটাল রাম চরণের ‘আচার্য’

চেন্নাই:  বক্স অফিসে রীতিমতো আলোড়ন ফেলে সাফল্যের শিখড়ে পৌঁছনোর পর একেবার মুখ থুবড়ে পড়লেন রাম চরণ। এত শীঘ্র পেশাগত লেখচিত্রটা বদলে যাবে, তা হয়তো স্বপ্নেও কল্পনা করতে পারেননি তিনি৷ 

আরও পড়ুন- কী হয়েছিল মহাগুরুর? কেমন আছেন তিনি? জানালেন মিমো

মাস খানের আগেই মুক্তি পেয়েছিল ব্লক ব্লাস্টার মুভি ‘আরআরআর’৷ সেই ছবি দেখার পর দর্শক মনে প্রত্যাশা যে আকাশ ছুঁয়েছিল, তা আর বলার অপেক্ষা রাখে না৷ তেলুগু ছবি ‘আচার্য’ নিয়েও উন্মাদনা ছিল তুঙ্গে৷ মনে করা হয়েছিল এই ছবিটিও পর্দা কাঁপাবে৷ ‘আচার্য’র মূল আকর্ষণ ছিল পর্দায় চিরঞ্জীবী এবং রাম চরণের যুগলবন্দি। রিল লাইফে বাবা ও ছেলের রসায়ন দেখার জন্য মুখিয়ে ছিলেন অনুরাগীরা। কিন্তু প্রত্যাশায় কোথাও যেন খামতি থেকে গেল৷ বক্স অফিসে মুখ থুবড়ে পড়ল ২৯ এপ্রিল মুক্তি পাওয়া এই ছবি৷ 

পরিসংখ্যান বলছে, চার দিনেও ১০০ কোটির এলিট ক্লাবে ঢুকতে পারেনি ‘আচার্য’৷ এমনকী কাছাকাছিও পৌঁছতে পারেনি৷ কোরাতালা শিবা পরিচালিত এই ছবির চার দিনে উপার্জন মাত্র ৭৩ কোটি টাকা।  আগামী দিনে এই ছবির আয় আরও কমবে বলেই আশঙ্কা৷ কারণ, ছবি মুক্তির চতুর্থ দিনে নগণ্য অর্থ এসেছে ছবির ভাঁড়ারে।

রাম চরণ এবং চিরঞ্জীবী ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন পূজা হেগড়ে, যিশু সেনগুপ্ত এবং সোনু সুদের মতো জনপ্রিয় অভিনেতারা। ঠিক হয়েছিল আচার্য-তে অভিনয় করবেন অভিনেত্রী কাজল আগরওয়াল৷ তবে শেষ মুহূর্তে তা বাতিল হয়ে যায়৷ জানা গিয়েছে, কাজলের জন্য একটি ‘মজা’র চরিত্র লেখা হয়েছিল৷ কিন্তু শেষমেশ দেখা যায়, চিরঞ্জীবী চরিত্রের বিপরীতে কোনও নায়িকার প্রয়োজন হচ্ছে না। সেই কারণেই কাজলের জন্য লেখা চরিত্রটি অর্থহীন হয়ে পড়ে৷