সিদ্ধার্থের মৃত্যুতে দিশেহারা ‘বান্ধবী’ শেহনাজ, ‘ও ভালো নেই’, বললেন বাবা

সিদ্ধার্থের মৃত্যুতে দিশেহারা ‘বান্ধবী’ শেহনাজ, ‘ও ভালো নেই’, বললেন বাবা

মুম্বই:  মাত্র ৪০ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার মারা যান ছোট পর্দার জনপ্রিয় মুখ সিদ্ধার্থ শুক্লা৷ এত কম বয়সে তাঁর চলে যাওয়াটা মেনে নিতে পারছেন না অনেকেই৷ তাঁর মৃত্যুতে শোকাহত গোটা ইন্ডাস্ট্রি৷ সিদ্ধার্থের মৃত্যুর পর ভেঙে পড়েছেন বান্ধবী শেহনাজ গিল৷ অভিনেতার সঙ্গে তাঁর সম্পর্কের রসায়ন কারও অজানা নয়৷ সিদ্ধার্থের সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক ছিল তাঁর৷ 

আরও পড়ুন- তালিবান সমর্থনকারী ভারতীয় মুসলিমরা বেশি ভয়ঙ্কর: নাসিরুদ্দিন

সিদ্ধার্থ

 

শেহনাজের সঙ্গে সম্পর্কের সূত্রপাত হয়েছিল বিগ বস-এর ঘর থেকে৷ বিগ বস ১৩ সিজনের প্রতিযোগী ছিলেন দু’জনেই৷ পর্দায় তাঁদের খুনসুঁটি, ঝগড়া দর্শকের নজর কেড়েছিল৷ বিটাউনে কান পাতলেই শোনা যায় তাঁদের প্রেমের গুঞ্জন৷ যদিও প্রকাশ্যে সে কথা স্বীকার করেননি তাঁরা৷ কিন্তু এ ভাবে সিদ্ধার্থ চলে যাবে, সেটা মেনে নিতে পারেননি তিনি৷ সিদ্ধার্থ আর নেই, শুনেই কান্নায় ভেঙে পড়েন শেহনাজ৷ বাতিল করে দেন শ্যুটিং৷ শেহনাজের বাবা সন্তোষ সিং সুখ বলেন, ‘‘ও ভলো নেই৷ মানসিক ভাবে ভেঙে পড়েছে৷ আমি সব সময় ওঁর সঙ্গে যোগাযোগ রাখছি৷’’ ভালোবাসার মানুষের সঙ্গে এ ভাবে বিচ্ছেদ হবে, মানতে পারছেন না শেহনাজ৷ বোনকে সামলাতে মুম্বই পাড়ি দিয়েছেন শেনাজের দাদা শেহবাজ৷

sid

 

শেহনাজের বাবা আরও বলেন, ‘‘এটা আমাদের কাছে খুবই মর্মান্তিক খবর৷ আমি কথা বলার অবস্থায় নেই৷’’ বিগ বস-এ ঘর থেকেই জনপ্রিয় হয়েছিল সিদ্ধার্থ ও শেহনাজের জুটি৷ এর পর থেকে তাঁরা আর আলাদা হয়নি৷ বাঁধা পড়েছিল মজবুত সম্পর্কে৷ সিদ্ধার্থের মৃত্যুর খবরটা যখন আসে, তখন শ্যুটিংয়ে ছিলেন শেহনাজ৷ খবরটা শুনেই কান্নায় ভেঙে পড়েন৷ তাঁর মাথায় তখন আকাশ ভেঙে পড়েছে৷ তড়িঘড়ি শ্যুটিং প্যাকআপ করে দেওয়া হয়৷ 

আরও পড়ুন- হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘বিগ বস’ জয়ী অভিনেতা সিদ্ধার্থ শুক্লা

sid

দিন কয়েক আগেই একসঙ্গে একটি মিউজিক ভিডিয়ো করেছিলেন তাঁরা৷ অনুরাগীরা তাঁদের একসঙ্গে পড় পর্দায় দেখতে চেয়েছিলেন৷ কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হল না৷ কিছু দিন আগে বিগ বস ওটিটি এবং ডান্স ডিওয়ানা ৩-তে দেখা গিয়েছিল সিদ্ধার্থকে৷ সিদ্ধার্থ-শেহনাজের জুটি সমাদৃত হয়েছিল মাধুরী দীক্ষিত আর করণ জোহরের কাছেও৷ বৃহস্পতিবার মৃত্যুর সময় বাড়িতেই ছিলেন তিনি৷ পরে তাঁকে কুপার হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × four =