সুশান্তের ফ্ল্যাটের বাইরে রহস্যময়ী নারী কি শিবানী দান্দেকর? মুখ খুললেন ফারহানের প্রেমিকা

মুম্বই: সুশান্তকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তাঁর অ্যাম্বুলেন্সের পাশে এক রহস্যময় নারীকে দেখা গিয়েছিল। কে সেই মহিলা, তা নিয়ে জলঘোলা হচ্ছিল প্রচুর। তারপর শোনা যেতে শুরু করে যে তিনি নাকি ফারহান আক্তারের বান্ধবী শিবানি দান্দেকার। কিন্তু সম্প্রতি শিবানী জানিয়েছেন তিনি মোটেই সুশান্তের অ্যাম্বুলেন্সের পাশে উপস্থিত ছিলেন না।

মুম্বই: সুশান্তকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তাঁর অ্যাম্বুলেন্সের পাশে এক রহস্যময় নারীকে দেখা গিয়েছিল। কে সেই মহিলা, তা নিয়ে জলঘোলা হচ্ছিল প্রচুর। তারপর শোনা যেতে শুরু করে যে তিনি নাকি ফারহান আক্তারের বান্ধবী শিবানি দান্দেকার। কিন্তু সম্প্রতি শিবানী জানিয়েছেন তিনি মোটেই সুশান্তের অ্যাম্বুলেন্সের পাশে উপস্থিত ছিলেন না।

টুইটারে শিবানী লিখেছেন, “কিছু ভেবে নেওয়ার আগে অনুগ্রহ করে ফ্যাক্ট চেক করুন। ওই মহিলা মোটেই আমি ছিলাম না। উনি ছিলেন সুশান্তের পি আর পার্সোনেল রাধিকা নিহালানি এবং তাঁর অ্যাসিস্ট্যান্ট। এই ধরনের মিথ্যা খবর ছড়ানো বন্ধ করুন। আমার নীরবতা আমাকে নিয়ে ভুল খবর ছড়ানোর অনুমতি দেয় না আপনাদের।”

 

null

১৪ জুন আত্মহত্যা করেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত। তাঁর মৃত্যুর দিন অ্যাম্বুলেন্সের পাশে দেখা গিয়েছিল এক মহিলাকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওয় দেখা গিয়েছিল ওই মহিলা কখনও ফোন নিয়ে কথা বলছেন। আবার কখনও মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছেন। এটা নিয়ে জলঘোলাও হয় বিস্তর। সেই মহিলা রিয়া ছিলেন না। ছিলেন না সুশান্তের কোনও দিদি। তবে দূর থেকে ওই মহিলাকে দেখে ফারহান আখতারের প্রেমিকা শিবানি দান্দেকার বলে মনে হচ্ছিল। অনেকে এও বলছিলেন তিনি রিয়া চক্রবর্তীর বেস্ট ফ্রেন্ড সিমোনে। অবশ্য নেটিজেনদের এই জল্পনার পেছনে কারণও ছিল। কারণ সুশান্তের মৃত্যুর কয়েক দিন পরেই রিয়া গিয়েছিলেন ফারহান আখতারের বাড়িতে। শিবানী দান্দেকরের সঙ্গে ফারহানের বাড়িতে গিয়েছিলেন তিনি। কিন্তু কেন তিনি গিয়েছিলেন, তা আজও জানা যায়নি। তবে ফারহানের পরিবারের সঙ্গে রিয়ার সম্পর্ক যে বেশ ভাল তা বুঝতে বাকি ছিল না নেটিজেনদের। তার ফলেই বাড়ছিল জল্পনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 15 =