বিতর্ক উস্কে বিগ বস-১৫-র ট্রফি ঘরে তুললেন তেজস্বী, না-খুশ টেলি তারকারা

বিতর্ক উস্কে বিগ বস-১৫-র ট্রফি ঘরে তুললেন তেজস্বী, না-খুশ টেলি তারকারা

মুম্বই:  চার মাস ধরে টানটান উত্তেজনার পর রবিবার সন্ধ্যায় হল মধুরেণ সমাপয়েৎ৷ বিগ বস-১৫-র ট্রফি  জিতে নিলেন তেজস্বী প্রকাশ৷ অনেক চড়াই-উতরাইয়ের মধ্যে দিয়ে গিয়েছে বিগ বস-১৫-র সিজন৷ বিগ বসের ঘরে প্রায় সকলের সঙ্গে ঝগড়া অশান্তিতে জড়িয়েছেন তিনি৷ একটা সময় তাঁর কার্যকলাপে ধুন্ধুমার কাণ্ড বেঁধেছিল৷ সোশ্যাল মিডিয়ায় বেশ চর্চিত হয়েছিলেন৷ তাঁর জয়কে অনেকেই ভালো চোখে দেখছেন না৷ প্রতীক সেহজপালের জনপ্রিয়তাকে টপকে কী ভাবে তেজস্বী ট্রফি জিতে নিল তা নিয়ে অনেকেই ধন্দে পড়েছেন৷ 

আরও পড়ুন- রিসেপশনে কেক কাটার আগে ঠোঁট ঠাসা চুমু মৌনি-সুরজের, নেটপাড়ায় ভাইরাল ছবি

তেজস্বী প্রকাশ ওয়েঙ্গাঙ্কার টেলি পর্দার পরিচিত মুখ৷ যিনি ‘স্বরাগিনী’ ধারাবাহিকে রাগিণী মহেশ্বরী, ‘রিশতা লিখেঙ্গে হাম নয়া’ ধারাবাহিকে দিয়া সিং এবং ‘কর্ণসঙ্গিনী’ ধারাবাহিকে উরুভি চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন৷ ১৯৯৩ সালে ১১ জুন মারাঠি পরিবারে জন্ম তেজস্বীর৷ মুম্বই বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশনস ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন৷ ২০১২ সালে অভিনয় জগতে প্রথম পা রাখেন তিনি৷ অভিনয়ের পাশাপাশি ফিয়ার ফ্যাক্টর: খাতরো কে খিলাড়ি ১০-এও অংশ নিয়েছিলেন অভিনেত্রী৷ এবার জিতলেন বিগ বস-এর খেতাব৷ বিগ বস ১৫-র বাইরেও অভিনেত্রীর বিরাট ফ্যান ফলোয়িং রয়েছে। ‘সিলসিলা বদলতে রিশতোঁ কা ২’-তে তাঁর দুর্দান্ত অভিনয় বহু দর্শকের মন কেড়েছিল। বিগ বস ১৫-র ঘরে প্রবেশ করার পর তাঁর ভক্তের সংখ্যা আরও বেড়েছে। কিন্তু তাঁর জয় মেনে নিতে পারছেন না অনেক টেলি তারকাই৷

তেজস্বী

রবিবার ফলফল প্রকাশের পর টুইট করেছেন গহর খান৷ তিনি লেখেন, ‘আমার কাছে বিগ বসের বিজেতা একজনই। তিনি হলেন প্রতীক। তুমি দারুণ কাজ করেছ৷ তোমার জার্নি, এই গেমের প্রতি তোমার প্যাশনকে কুর্নিশ৷ বিগ বসের প্রতিযোগী ঘোষণার পর স্টুডিওর নিরবতাই সমস্ত কিছু বুঝিয়ে দিয়েছে। পুরো বিশ্ব জানে প্রতীকই এর যোগ্য।’  শেফালি লিখেছেন, ‘প্রতীক তুমি লাখো মানুষের হৃদয় জয় করে নিয়েছ।’ কাম্য পাঞ্জাবির কথায়, ‘আমার কাছে বিগবস-এর বিজেতা একমাত্র প্রতীক। তুমি দারুণ খেলেছ। তোমার বিগ বসের প্রতি প্রেম আমাকে মুগ্ধ করেছে।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 − 1 =