নিখিল ‘উভয়কামী’! তাই কি বিচ্ছেদ? পুরুষ বন্ধুর সম্পর্কে নোংরা ব্যাখ্যা করছে নুসরত! পাল্টা নিখিল

নিখিল ‘উভয়কামী’! তাই কি বিচ্ছেদ? পুরুষ বন্ধুর সম্পর্কে নোংরা ব্যাখ্যা করছে নুসরত! পাল্টা নিখিল

কলকাতা: বিয়ে ভেঙেছে অনেক দিন আগেই৷ সেই ভাঙা সম্পর্কেই এবার নতুন মোচড়৷ নিখিলের সঙ্গে সম্পর্কের কথা বলতে গিয়ে তিনি কোনও দিনই ‘সহবাস’ শব্দটি উচ্চরণ করেননি বলে জানালেন নুসরত৷ বরং নিখিলই আইনি নোটিশে এই শব্দ ব্যবহার করেছিলেন বলে পাল্টা দাবি সাংসদ অভিনেত্রীর৷ অন্যদিকে নিখিলের বক্তব্য, ‘আমি সিঁদুর পরিয়ে ওঁকে বিয়ে করেছিলাম৷ আমি ওঁকে যেতে বলিনি৷ ও নিজেই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে৷ ফলে সহবাস শব্দটা আমার পক্ষে ব্যবহার করা সম্ভব নয়৷’ নুসরত অবশ্য নিজের যুক্তির প্রমাণ হিসাবে নিখিলের পাঠানো আইনি নোটিশের দু’টি লাইন তুলে ধরেছেন৷  তবে এখানেই শেষ নয়৷ নিখিল সম্পর্কে আরও মারাত্মক অভিযোগ তুলেছেন নুসরত৷ 

আরও পড়ুন- উন্মুক্ত ক্লিভেজ, ‘কাঁটা লাগা উইমা’য় উদ্দাম নেচে ভাইরাল ঝুমা বৌদি

nusrat

কাজের সূত্রে নিখিলের সঙ্গে আলাপ হয়েছিল নুসরতের৷ নিখিলের বস্ত্র বিপণির ব্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন নুসরত৷ সেখান থেকেই প্রেমের সূত্রপাত ও রূপকথার বিয়ে৷ যার সাক্ষী থেকেছে তুরস্কের বোদরুম৷ কিন্তু মাস কয়েকের মধ্যেই তাল কাটল৷ শোনা যায়, নুসরতের ‘চাহিদা’ পূরণে ব্যর্থ ছিলেন নিখিল৷ এমনকী বিয়ের কিছু দিন পরেই নুসরত জানতে পারেন নিখিল উভয়কামী৷ এর পর থেকেই মানসিক যন্ত্রণায় ভুগছিলেন সাংসদ অভিনেত্রী৷ নুসরতের অনেক বন্ধুও ছিলেন নিখিলের সঙ্গী৷ যা নিয়ে দু’জনের মধ্যে সমস্যার সূত্রপাত৷ 

নুসরত

এদিকে, বিয়ের কয়েক মাস পরেই ২০১৯ এর নভেম্বর মাসে খবর ছড়িয়েছিল, ঘুমের ওষুধ খেয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন নুসরত৷ কনাঘুষো, নিখিলের জন্মদিনের রাতে এক বন্ধুর সঙ্গে তাঁকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলেছিলেন নুসরত৷ ওই বন্ধুর স্ত্রীও একই অভিযোগ তোলেন তাঁদের বিরুদ্ধে৷ এর পরেই ওই বন্ধুর বিবাহ বিচ্ছেদ হয়ে যায়৷ 

নুসরত

শুধু তাই নয়, একাধিক রূপান্তরকামীর সঙ্গে নিখিলের সম্পর্ক ছিল বলেও জানতে পেরেছিলেন নুসরত৷ এছাড়াও তিনি নাকি সব সময়েই নেশাগ্রস্ত থাকতেন৷ মাঝ রাতে বাড়ি ফিরে ঘুমিয়ে পড়তেন বাথরুমেই৷ সেই সঙ্গে নুসরতের টাকা পয়সার হিসাবও নিজের হাতে সামলাতেন নিখিল৷ এই অত্যাচার সহ্য করতে না পেরেই বিয়ে ভাঙার সিদ্ধান্ত নিয়েছিলেন নুসরত৷ 

আরও পড়ুন- সিঁথিতে জ্বলজ্বল করছে সিঁদুর, গোপনে বিয়ে সারলেন যশ-নুসরত?

নুসরত

এদিকে নিখিলের দাবি, সবটাই তাঁর নামে মিথ্যে প্রচার৷ তিনি পুরোপুরি স্ট্রেট৷ স্কুলের ছোটবেলার বন্ধুর সঙ্গে যে ধরনের সম্পর্কের কথা বলা হয়েছে, তা অত্যন্ত নোংরা৷ বন্ধুর বিচ্ছেদের কারণ হিসাবে তাঁর সঙ্গে যৌন সম্পর্কের ব্যাখ্যা দেওয়ায় ক্ষুব্ধ নিখিল৷ তাঁর কথায়, যশের সঙ্গে নুসরতের বিয়ে হয়ে গিয়েছে৷ ও পরিবার পেয়েছে৷ ও ঈশানের মা৷ এসব বলে কী প্রমাণ করতে চাইছেন? 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × two =