গন্তব্যে পৌঁছনোর আগে পৃথিবীর চক্কর কাটছে আদিত্য, এই সপ্তাহে ফের বসবে পরীক্ষায়

গন্তব্যে পৌঁছনোর আগে পৃথিবীর চক্কর কাটছে আদিত্য, এই সপ্তাহে ফের বসবে পরীক্ষায়

aditya l1

বেঙ্গালুরু:  সূয্যি মামার দেশে পাড়ি দিয়েছে ভারতের তৈরি প্রথম সৌরযান আদিত্য এল১৷ গন্তব্য সান-আর্থ সিস্টেমের হ্যালো অরবিটের ল্যাগরেঞ্জ পয়েন্ট ১৷ আগামী পাঁচবছর এখান থেকেই সূর্যকে নিরীক্ষণ করবে সে৷ তবে এখনও পুরোপুরি পৃথিবীর মায়া কাটিয়ে উঠতে পারেনি ভারতের তৈরি এই মহাকাশযান৷ তবে পৃথিবীকে প্রদক্ষিণ করতে করতে ধাপে ধাপে কক্ষপথ বদল করে অনেকটাই দূরে চলে গিয়েছে আদিত্য। গন্তব্যে পৌঁছনোর আগে বৃহস্পতি রাতে ফের পরীক্ষা বসবে ভারতের প্রথম সৌরযান।

এর আগের পরীক্ষাগুলো অবশ্য সফল ভাবেই উতরে গিয়েছে আদিত্য৷ গত শনিবার গভীর রাতে আরও একবার নিজের কক্ষপথ বদল করে নেয় ইসরোর এই স্যাটেলাইট৷ সেই রাতেই আদিত্যর গতিবিধির খবর দেয় করে ইসরো।  বর্তমানে পৃথিবীর ২৯৬ কিমি x ৭১,৭৬৭ কিমি কক্ষপথে চক্কর কাটছে সে। এই কক্ষপথ পরিবর্তনের পদ্ধতিকে বলা হয় আর্থ বাউন্ড ম্যানুভার। 

উৎক্ষেপণের পর এখনও পর্যন্ত তিনবার সফল ভাবে কক্ষপথ পরিবর্তন করেছে আদিত্য এল১। আপাতত সঠিক পথেই এগোচ্ছে সে। সব যন্ত্রাংশও ঠিকঠাক কাজ করছে৷ এই আবহেই ইসরো জানাল, আগামী ১৫ সেপ্টেম্বর ভোররাতে আরও একবার পরীক্ষা দিতে হবে আদিত্যকে। বৃহস্পতিবার রাত ২টোর সময় (ইংরেজি মতে ১৫ তারিখ ভোররাত) ফের কক্ষপথ বদল করবে ভারতের প্রথম সৌরযান। উল্লেখ্য, ধাপে ধাপে পৃথিবীর থেকে আরও দূরে চলে যাচ্ছে সে। 

বেঙ্গালুরুর ইসট্র্যাক, মরিশাস ও আন্দামানে নিজেদের গ্রাউন্ড স্টেশন থেকে সৌরযাবেন কক্ষপথ বদলের বিষয়টির ওপর নজর রাখছেন ইসরোর বিজ্ঞানীরা। গতরাতের পরীক্ষায় সফল হওয়ার পর পৃথিবীর আরও কিছুটা দূরে চলে গেল সেটি। বর্তমানে ২৯৬ কিমি X ৭১,৭৬৭ কিমি কক্ষপথে অবস্থান করছে আদিত্য-এল১। এই কক্ষপথে আদিত্য যখন পৃথিবীর সবথেকে নিকটে থাকে, তখন তার দূরত্ব থাকে ২৯৬ কিমি৷ যখন সবথেকে দূরের বিন্দুতে পৌঁছয়, তখন তার দূরত্ব হয় ৭১,৭৬৭ কিমি।

ইসরো জানিয়েছে, আদিত্য এল১ সৌরযাবে মোট সাতটি পেলোড আছে। এগুলি সূর্যের বিভিন্ন স্তর খুঁটিয়ে পর্যবেক্ষণ করবে। ফটোস্ফিয়ার থেকে ক্রোমোস্ফিয়ার কিংবা সূর্যের একেবারে বাইরের দিকের স্তর কোরোনার উপর নজর রাখবে এই পেলোডগুলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × three =