শুটিং চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘অনুপমা’ খ্যাত অভিনেতা নীতেশ পাণ্ডে

শুটিং চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘অনুপমা’ খ্যাত অভিনেতা নীতেশ পাণ্ডে

মুম্বই:  ফের দুঃসংবাদ বিনোদন জগতে৷ শুটিং চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন অভিনেতা নীতেশ পাণ্ডে৷ তাঁর মৃত্যির খবর নিশ্চিত করছেন অভিনেতার শ্যালক৷ জানা গিয়েছে, নাসিকের লাগাতপুরী অঞ্চলে শুটিং করছিলেন হিন্দি টেলিভিশনের জনপ্রিয় মুখ নীতেশ৷ সেখানেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর৷ বয়স হয়েছিল মাত্র ৫১ বছর৷ 

টেলিভিশনের পাশাপাশি একাধিক ছবিতেও অভিনয় করেছেন নীতেশ৷ অভিনেতার মৃত্যুর খবরে শোকস্তব্ধ তাঁর স্ত্রী ও পরিবার। ছেলের মরদেহ আনতে রওনা দিয়েছেন নীতেশের বাবা৷ 

নয়ের দশকে নাট্যজগতে অভিনয়ের মাধ্যমে কেরিয়ার শুরু করেন নীতেশ। ছোটপর্দায় তাঁর যাত্রা শুরু ‘তেজস’ ধারাবাহিক দিয়ে৷ সেখানে গোয়েন্দার ভূমিকায় অভিনয় করে মন ছুঁয়েছিলেন তিনি। তারপর থেকে ‘অস্তিত্ব… এক প্রেম কাহানি’, ‘প্যায়ার কা দর্দ হ্যা মিঠা মিঠা প্যায়ারা’র মতো বহু ধারাবাহিকে কাজ করেছেন। সম্প্রতি রূপালি গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ‘অনুপমা’ সিরিয়ালে দেখা গিয়েছে তাঁকে। এ ছাড়াও অসংখ্য সিরিয়ালে কাজ করেছেন। মূলত কৌতুকাভিনেতার চরিত্রেই অভিনয় করতেন তিনি।
বড়পর্দাতেও বেশ কিছু গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন নীতেশ পাণ্ডে। কাজ করেছেন শাহরুখ খান, সলমন খানদের সঙ্গেও। তাঁকে দর্শক দেখেছে ‘ওম শান্তি ওম’, ‘দাবাং ২’, ‘হান্টার’, ‘বাধাই দো’র মতো সিনেমায়।

প্রায় ২৫ বছর ধরে হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত নীতেশ। তাঁর আচমকা মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন তাঁর স্ত্রী অর্পিতা পাণ্ডে।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − one =